শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

মালয়েশিয়া সরকারিভাবে বিদেশী কর্মী নেবে না

প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার ঃ মালয়েশিয়া সরকারিভাবে আর বিদেশি শ্রমিক নেবে না বলে জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ড. আহমাদ জাহিদ হামিদি। তিনি জানান, এখন থেকে বেসরকারিভাবে যে সব কোম্পানি এবং নিয়োগদাতাদের প্রয়োজন হবে তারা নিজেরাই উদ্যোগী হয়ে বিদেশি শ্রমিক নেবে। সরকার শুধু প্রয়োজন বিবেচনা করে বিদেশি শ্রমিকের নিয়োগের ব্যাপারে অনুমোদন দেবে। তবে এ ক্ষেত্রে কঠোর শর্ত মানতে হবে।
সম্প্রতি দেশটিতে এক সংবাদ সম্মেলনে ড. আহমাদ জাহিদ হামিদি বলেন, ‘সরকারের দিকে আঙুল তুলবেন না। কারণ, শ্রমিকের চাহিদা এসেছে শিল্পখাত থেকে এবং সরকার শুধু এই প্রক্রিয়াকে সহজতর করতে চায়। আসলেই দেশে কী পরিমাণ বিদেশি শ্রমিক দরকার তা নিয়ে সরকারি বিভিন্ন সংস্থা কাজ করছে। এই গবেষণা সরকারকে দেশে বিদেশি শ্রমিক ব্যবস্থাপনার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন