বাংলাদেশী ইঞ্জিনিয়ার তপন মাহমুদ জনি ব্রাজিলের রিও’র পর এবার জাপানের টোকিও অলিম্পিকে প্রকৌশলীর দায়িত্ব পালন করবেন। ২০২০ টোকিও অলিম্পিকে কাজ করতে তাকে অলিম্পিক স¤প্রচার কমিটি বেছে নিয়েছে। তিনি মুসাশিনো ফরেস্ট স্পোর্টস প্লাজাকে এই অনুষ্ঠানের আয়োজক হতে সহায়তা করবেন। ফলে ব্রাজিলের পর এবার জাপানে অলিম্পিক স¤প্রচার সংস্থায় বাংলাদেশের পতাকা দেখা যাবে।
এর আগে ২০১৬ রিও অলিম্পিক গেমসকে মডার্ন পেন্টাথলন এবং রাগবি ৭ ইভেন্টটি কভার করতে সহায়তা করেছিলেন বাংলাদেশী প্রকৌশলী তপন। রিও’তে বিশ্বের বৃহত্তম ক্রীড়া আসরে অন্যতম গুরুত্বপূর্ণ স¤প্রচারকর্মী ছিলেন তিনি। কানাডা, রাশিয়া ও জার্মান টেকনিক্যাল সহকর্মীদের সঙ্গে তপন নিজ দেশের লাল-সবুজ পতাকা বহন করেছিলেন। সেখানে তাদের মূল দায়িত্ব ছিল ১ বিলিয়ন মানুষকে দেখার প্রত্যক্ষ অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য ইভেন্ট ব্রডকাস্ট সুবিধাগুলি বজায় রাখা এবং পর্যবেক্ষণ করা। রিও অলিম্পিকের অভিজ্ঞতা সম্পর্কে বাংলাদেশী প্রকৌশলী তপন মাহমুদ জনি বলেন,‘এটি আমার জীবনের অন্যতম বৃহত্তম এক স্মৃতি। বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসরে কাজ করতে পেরে একজন বাংলাদেশী হিসেবে আমি গর্বিত।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন