শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

বিমানে আসনের নিচে ছয় কেজি সোনা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৯, ১২:২২ পিএম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে ছয় কেজি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিম টিম। বাংলাদেশ বিমানের বিজি ০২২ ফ্লাইটের (মাস্কট টু ঢাকা) আসনের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় এসব সোনার বার।

আজ বুধবার (৩০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) মো. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, সকাল ৮ টা ৪০ মিনিটের দিকে শাহজালালে বিমানটি অবতরণ করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিমানটি তল্লাশি করতে যাই। এরই মধ্যে বিমানের সকল যাত্রী নেমে যায়।

এরপর বিমানের সিটের (২২ নম্বর) নিচ থেকে পরিত্যাক্ত অবস্থায় পাঁচ কেজি ৮০০ গ্রাম (৫০টি) সোনার বার উদ্বার করা হয়, যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা। মো. সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় সাধারণত বিমান জব্দ করা হয়। তবে এ বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মজদুর জনতা ৩০ অক্টোবর, ২০১৯, ১২:৪০ পিএম says : 0
সোনা গুলো জব্দকরে কোষাগাড়ে জমা করা হোক। বিক্রয় লব্দ টাকা মানব উন্নায়নে ব্যায় করুন।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন