শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রামগড়ে বিজিবির অভিযানে ভারতীয় ঔষধসহ ২ চোরাকারবারী আটক

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৯, ১২:৫৬ পিএম

রামগড়ে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনস্ত রামগড় বিওপির অভিযানে বিপুল পরিমান ভারতীয় অবৈধ ঔষধ সহ দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি জোয়নরা।

বিজিবি তথ্যমতে, বুধবার (৩০ অক্টোবর) গভীর রাতে রামগড় পৌরসভার ৭নং ওয়ার্ড আনন্দপাড়াস্থ ফেনী নদীর কুল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে ১ লাখ ৪৮ হাজার পিচ ভারতীয় অবৈধ ঔষধ সহ ঐ এলাকার শাসসুদ্দিন মিলন এর ছেলে মোঃ আরাফাত হোসেন (১৮) এবং জাফর আহাম্মদের ছেলে শহিদুল ইসলাম আসিফ (২৩) আটক করা হয় । এসময় অপর ৫ সহযোগী অভিযানের টের পেয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়।

রামগড় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান এ প্রতিনিধিকে জানান, বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় ঔষধসহ চোরাকারবারীদের থানায় হস্তান্তর করা হলে মামলার মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন