সাতক্ষীরা জেলা সংবাদদাতা
ভারতে পাচারের সময় সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে ৬ পিস স্বর্ণের বারসহ আক্তারুজ্জামান নামের এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের সোনাই নদীর পাড় থেকে তাকে আটক করা হয়। আটককৃত আক্তারুজ্জামান কলারোয়া উপজেলার কেঁড়াগাছি গ্রামের আবুল ম-লের ছেলে। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন প্রায় ৬০ ভরি। যার মূল্য আনুমানিক ২৭ লাখ টাকা। সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আরমান হোসেন পিএসসি এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কাকডাঙ্গা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির টহলরত বিজিবি সদস্যরা সীমান্তের সোনাই নদীর পাড়ে অভিযান চালায়। এসময় বিজিবি সদস্যরা সেখান থেকে চোরাকারবারী আক্তারুজ্জামানকে আটক করে । পরে তার দেহ তল্লাসি করে ৬পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন