শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ইডেন টেস্টে অতিথি সংখ্যা বাড়ালেন সৌরভ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৯, ৭:৩৬ পিএম

বাংলাদেশ-ভারত দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে কোলকাতার ইডেন গার্ডেনে। ২২ নভেম্বর শুরু হবে দিবা-রাত্রির এই টেস্ট। ম্যাচকে ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে খোদ ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলির মাঝে। ইতোমধ্যে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন বিসিসিআইয়ের নব-নির্বাচিত সভাপতি সৌরভ। দুই প্রধানমন্ত্রী সৌরভের আমন্ত্রণ গ্রহণ করলেও একজন আসতে পারছেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইডেনে দিবা-রাত্রি টেস্ট ম্যাচটি দেখার ব্যাপারে সায় দিলেও সেখানে উপস্থিত থাকতে পারছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে জানা গেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকবেন ইডেনে। ২০০০ সালে বাংলাদেশ অভিষেক টেস্ট খেলেছিল ভারতের বিপক্ষে। ঢাকায় অনুষ্ঠিত ওই ম্যাচে খেলা দুই দেশের টেস্ট স্কোয়াডকে সংবর্ধনা দেয়ারও পরিকল্পনা রায়েছে সৌরভের। তাতেও যেন কম হয়ে যাচ্ছে। এবার এই টেস্ট দেখার জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছেন, তারই সাবেক সতীর্থ, ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকারকে। শুধু শচীনই নন, ক্রিকেটের বাইরের তারকাদেরও মিলনমেলা বসাতে যাচ্ছেন সৌরভ। দাওয়াত দিয়েছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু বিশ্বনাথন আনন্দ ও টেনিস তারকা সানিয়া মির্জাকেও। সঙ্গে ইডেন টেস্টে প্রথম দিনের খেলা শেষে সঙ্গীতানুষ্ঠান আয়োজন করার ইঙ্গিত দিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। ইতোমধ্যেই এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রন জাননো হয়েছে বাংলাদেশের তারকা সঙ্গীতশিল্পী রুনা লায়লা ও ভারতের শ্রেয়া ঘোষালকে। শুধু তাই নয়, বাংলাদেশ-ভারত ইডেন টেস্টকে বেশী আকর্ষণীয় এবং সৌন্দর্যমন্ডিত করে তুলতে ম্যাচটিকে দিবা-রাত্রিতে আয়োজনের সব ব্যাবস্থাও করে ফেলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি। বাংলাদেশও রাজি হয়েছে দিবা-রাত্রির টেস্ট খেলতে। তাই সবদিক বিবেচনায় ইডেন গার্ডেনে দুই দেশেরই সাবেকদের মিলনমেলা বসতে যাচ্ছে।

আমন্ত্রিত অতিথিদের কথা উল্লেখ করে সৌরভ বলেন, ‘ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের দুই দলের সদস্যরা অনেকেই থাকছেন ইডেনে। চেষ্টা করছি শচিনকে হাজির করানোর। এ ছাড়াও অলিম্পিক পদকজয়ী এম সি মেরি কম, পি ভি সিন্ধুকেও সংবর্ধিত করবো আমরা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন। ভারতের প্রধানমন্ত্রীর দফতরে আমন্ত্রণ জানানো হয়েছে। দিদি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) ও মাননীয় রাজ্যপালকেও আমন্ত্রণ জানানো হয়েছে।’

ইডেন টেস্টের প্রথম দিন এইচআইভি ও ক্যানসারে আক্রান্ত শিশুদের নিয়ে একটি চ্যারিটি ম্যাচও আয়োজন করার পরিকল্পনা রয়েছে সিএবি’র। তবে ইডেনের ঐতিহাসিক বেল বাজিয়ে টেস্টের উদ্বোধন করবেন কে? এ প্রসঙ্গে সিএবি সচিব অভিষেক ডালমিয়া বলেন,‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন। থাকছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও। দেখা যাক, তারাই হয়তো টেস্টের সূচনা করবেন।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন