শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মেসি-রোনালদো প্রসঙ্গে তেভেজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৯, ৭:৪৭ পিএম

বিশ্ব ফুটবল শাসন করা মেসি ও রোনালদো সম্পর্কে মূল্যায়ন করেছেন অনেকেই। এবার তাদের সম্পর্কে কথা্ বলেছেন তাদেরই সাবেক সতীর্থ আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ।
তেভেজের ম্যানইউর সতীর্থ ছিলেন রোনালদো। তার সম্পর্কে তেভেজ বলেন, 'সে (রোনালদো) প্রায় পুরোটা দিন জিমে থাকে। অনেকটা ঘোরের মতোই। আমার মনে আছে ম্যানচেস্টারে আমাদের অনুশীলনের সময় ছিল ৯টায়। আমি ৮টা বাজে পৌঁছে যাই এবং দেখি সে ওইখানে আছে। তাই আমি আরও আগের আসার চেষ্টা করি। সাড়ে ৭টায় চলে আসি, তখন দেখি সে সেখানে আছে। একদিন আমি চেষ্টা করেছি যেভাবে হোক তাকে পেছনে ফেলার। তাই আমি সাড়ে ৬টায় সেখানে পৌঁছে যাই। দেখি তখনও সে সেখানে আছে। সে তখন প্রায় অর্ধেক ঘুমন্ত কিন্তু ছিল।'
অন্যদিকে তেভেজের জাতীয় দলের সতীর্থ ছিলেন মেসি। লম্বা সময়ই খেলেছেন একসঙ্গে। ঠিক এমন কঠিন পরিশ্রম করতে দেখেননি মেসিকে। তাকে প্রকৃতিগত মেধাবী বললেন তেভেজ, 'মেসি এমনটা নয়, তার কাছে এ সব কিছুই প্রকৃতিগত ভাবে এসেছে। তবে যেটা তার কাছে প্রকৃতিগত ভাবে আসেনি তার জন্য সে অনুশীলন করেছে। এক সময় সে খুব ভালো ফ্রি-কিক নিতে পারতো না। কিন্তু এখন সে যে কোন প্রান্ত দেখে দারুণ ফ্রি-কিক নেয়। সে অনুশীলন করেছে এবং উন্নতি করেছে।'

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন