বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

যে রেকর্ডে সবার উপর কামরান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

কিছুদিন আগেই স্বদেশী শহীদ আফ্রিদির ডাকের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন। পরে অবশ্য তা ভেঙেছেনও। পাকিস্তানের জার্সি পরে উইকেটরক্ষক কামরান আকমলকে মনে থাকার মূল কারন তার সহজ ক্যাচ মিস। স্ট্যাম্পিংয়ের সহজ সুযোগ হাতছাড়া করা। এখনও সেসব ধটনা হাস্যরসের সৃষ্টি করে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
তবে সেই আকরামই গড়েছেন এমন এক রেকর্ড, যা নেই এশিয়ার আর কোনো উইকেটরক্ষকের। এই মহাদেশের প্রথম উইকেটরক্ষক হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৯০০ ডিসমিসাল নিয়েছেন কামরান। এশিয়ার অন্যতম সেরা উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারা, মহেন্দ্র সিং ধোনি কিংবা মুশফিকুর রহিম, ম্দঈন খানদেরও নেই এ অর্জন।
চলতি কায়েদে আজম ট্রফিতে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে সিন্ধের বিপক্ষে ম্যাচে এ মাইলফলকে পৌঁছান তিনি। উইকেটের পেছনে গ্লাভস হাতে ৮৩৬টি ক্যাচ ও ৬৪টি স্টাম্পিং করেছেন কামরান। এছাড়া ফিল্ডার হিসেবেও ৬টি ক্যাচ রয়েছে তার। তবে এশিয়ানদের মধ্যে সবার ওপরে হলেও, সবমিলিয়ে বেশ নিচেই অবস্থান করছেন কামরান। এ তালিকায় কামরানের অবস্থান ৩৩তম। ইংল্যান্ডের উইকেটরক্ষক বব টেলর ১৬৪৭ ডিসমিসাল নিয়ে রয়েছেন সবার ওপরে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন