বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

দিল্লির পরিস্থিতিতে ভীত অশ্বিন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৯, ১২:১৯ পিএম

হাতে আর একদিন। তারপরেই ভারত-বাংলাদেশের তিন ম্য়াচের টি-টেয়েন্টি সিরিজের প্রথম ম্য়াচ। ম্য়াচ হবে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। কিন্তু ভারতের রাজধানী এখন আতঙ্কিত। মাত্রাছাড়া দূষণের জেরে দিল্লিতে জারি হয়েছে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা।
গতকাল শুক্রবার দিল্লির বেশ কয়েকটি স্থানে বাতাসের গুণমান সূচক ৫০০ ছাড়িয়েছে। অনের আঞ্চলের দূষণ মাত্রা এরই কাছাকাছি। যা স্বাস্থ্যে পক্ষে অত্যন্ত বিপদের। দিল্লির এই পরিস্থিতিকে ‘ইমার্জেন্সি’ হিসাবেই ব্য়াখ্য়া দিলেন ভারতের প্রথমসারির স্পিনার আর অশ্বিন।
আজ শনিবার সকালে টুইট করে নিজের উদ্বেগ জানালেন চেন্নাইয়ের ক্রিকেটার। টুইটারে তিনি লিখলেন, ‌দিল্লির বাতাস রীতিমতো ভয়ের। যে অক্সিজেন আমরা নিই, সেটা মানুষের বেঁচে থাকার জন্য় ন্যূনতম প্রয়োজন। কার্যত এখানে ইমার্জেন্সি জারি হয়েছে।
বাংলাদেশের অনের ক্রিকেটারই মুখে মাস্ক পরে প্র্য়াকটিস করছেন এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য়। কিন্তু এত অল্প সময়ের মধ্য়ে বিকল্প ভেন্য়ুতে ম্য়াচ অনুষ্ঠিত করা সম্ভব নয়ে বলেই জানিয়ে দিয়েছিল বিসিসিআই। ফলে দিল্লিতেই হবে প্রথম টি-েটােয়েন্টি। ঠিক দু’বছর আগে ভারত-শ্রীলঙ্কা ম্য়াচের সময়ও একই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন