বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বাজে পারফরমেন্সকে দুষলেন টুখেল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৯, ৩:৫৩ পিএম

প্রথমার্ধে দিজোর বিপক্ষে এগিয়ে থেকেও হারের কারন হিসেবে নিজেদের বাজে পারফরমেন্সকে দুষলেন পিএসজি কোচ টমাস টুখেল। পরবর্তীতে যাতে এমন ভুল না হয় সেজন্য শির্ষ্যদের সতর্কও করে দিয়েছেন এই কোচ।
লিগ ওয়ানে গতকাল শুক্রবারের ম্যাচে কিলিয়ান এমবাপের গোলে শুরুর দিকে এগিয়ে যাওয়ার পর বিরতির ঠিক আগে ও দ্বিতীয়ার্ধের শুরুতে গোল হজম করে পিএসজি। লিগে এই নিয়ে তিন মাচ হারল গতবারের চ্যাম্পিয়নরা। পুরো ম্যাচে পিএসজি কখনোই খেলার নিয়ন্ত্রণ নিতে পারেননি বলে মনে করেন টুখেল, ‘আমার মনে হয়, আমরা প্রথমার্ধেই ম্যাচটা হেরে গেছি কারণ সে সময় আমরা মাত্র তিনটি শট নিতে পেরেছি। যেখানে দ্বিতীয়ার্ধে আমরা ১৭টি শট নিয়েছি–ব্যবধানটা অনেক বড়। প্রথমার্ধে আমরা অনেকটা নিষ্ক্রিয় ছিলাম…কখনোই খেলার নিয়ন্ত্রণ আমাদের কাছে ছিল না। আমরা গতিময় ফুটবল, ইতিবাচক মানসিকতায় খেলতে পারিনি।’
ভুল থেকে শিক্ষা নিয়ে দল হিসেবে পারফর্ম করতে না পারলে যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে বলে মনে করে টুখেল, ‘ভুল খেললে যেকোন কিছু হতে পারে। ভালো কিছু তখনই হবে যখন আমরা নিজেদের শতভাগ দিয়ে খেলতে পারবো।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন