শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

হায় হায় কোম্পানি লাইফওয়ে প্রতারণার শিকার লাখ লাখ মানুষ

প্রকাশের সময় : ২০ জুন, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : আবার হায় হায় কোম্পানির প্রতারণা। লাইফওয়ে বাংলাদেশ (প্রা.) লি. নামক হায় হায় কোম্পানি মার্কেটিংয়ের নাম করে লক্ষ লক্ষ বেকার যুবকদের চাকরির কথা বলে মাথাপিছু ৫০/৬০ হাজার টাকা হাতিয়ে নিচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের জুবায়ের এর মাধ্যমে অসংখ্য বেকার যুবক চাকরির আশায় এভাবে টাকা দিয়েও চাকরি পায়নি বলে জানা গেছে। সুমন নামের এক যুবক অভিযোগ করে জানায় তার নিকট থেকে জুবায়ের উক্ত কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে গাজীপুরের অফিসে নিয়ে যায়। গাজীপুর গিয়ে ফোন করে সুমনের প্রতিবন্ধী পিতা আবুল বাশার এর নিকট থেকে বিকাশের মাধ্যমে দ্রæত ৩০,০০০/- টাকা নেয়। এ টাকা নিয়ে প্রশিক্ষণের নামে একখানা পাশ বইও দেয় তাকে। ১৫ দিন অপেক্ষার পর চাকরি না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তার টাকা ফেরত চাইলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। সুমন প্রাণ ভয়ে বাড়িতে ফিরে এসে এধরনের প্রতারিত অনেকের খবর জানতে পারে। সকলে মিলে এখন এ ধরনের প্রতারক হায় হায় কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানাচ্ছেন। উক্ত কোম্পানির রেজি. নং-সি-৮২৮৮৬/১০ নিবন্ধনকৃত এবং ঠিকানা বাড়ি ৫৫ রোড ১৩ সেক্টর ১০ উত্তরা মডেল টাউন ঢাকা-১২৩০ উল্লেখ করা হয়েছে। তাদের অভিযোগ ও পরামর্শের জন্য দেওয়া মোবাইল-০১৬৭৫-১৭১৪৮৪ এ একাধিকবার ফোন করলেও কখনও এ ফোন রিসিভ করা হয় না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
সাইফুল ইসলাম ২১ মার্চ, ২০১৭, ১২:২৫ এএম says : 0
আমাকে এমন একটা কমপানিতে আনা হয়ছে।এটা ও লাইফ ওয়ে বাংলাদেশ।১০নং সেক্টর সুইচ গেইট।কামারপাড়া।
Total Reply(0)
সাজ্জাদ ২১ মার্চ, ২০১৭, ১২:৫৭ এএম says : 0
আমরা কি এভাবে প্রতারনার শিকার হব চাকরির নামে খুন খারাপি।লাইফওয়ে কাউকে কখনো চাকরি দেয় না।শুধু টাকা নেয়................
Total Reply(0)
nazmul rana ১৯ জানুয়ারি, ২০১৮, ৩:২২ পিএম says : 0
আমি লাইফওয়ে গাজীপুর সম্মনদে বরতমান খবর জানতে চাই
Total Reply(0)
কামাল ৫ জুন, ২০১৮, ১০:০৫ পিএম says : 0
এখানে আপনি আপনার মন্তব্য করতে পারেন আমি খুব বিপদে কারন আমার বাবা এই লাইফওয়ে পাটিয়েছে ৫১৮০০টাকা নিছে আমারে বলছে ৩টা পেকেজ পুরন করারজন কিনতু আমারে বলছে যে বনদু বা আতিয় কে নিয়ে আশারজন তানাহলে আমারে বাইর করা দিব বাই আমার বাবা অনেক কষট করা টাকা দিছে আমি কি করবো ভালো তাকবেন আমার জন্য দুয়া করবেন আমার জিবনের পোতম আমার জন্য দুয়া করবেন
Total Reply(0)
হাসান তারেক ২৭ আগস্ট, ২০১৮, ১১:২৪ এএম says : 0
আমাদের এলাকার অনেক যুবক এই প্রতিষ্ঠানে জড়িয়েছে।
Total Reply(0)
২৫ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৩৩ পিএম says : 0
আমি অভিশাপ দিলাম আমাকে চাকুরী দেওয়ার নাম করে প্রতারনা করেছে তারা যেন সবাই ধবংস হয়ে যায়
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন