শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

আইবিসিএফের উদ্যোগে ‘ইসলামিক ব্যাংকিং’ শীর্ষক সেমিনার

প্রকাশের সময় : ২০ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইসলামিক ব্যাংকস্ কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) উদ্যোগে ‘ইসলামিক ব্যাংকিং’ শীর্ষক সেমিনার গতকাল ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি। সেমিনারে সভাপতিত্ব করেন আইবিসিএফ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তফা আনোয়ার। সেমিনারে দারিদ্র্য বিমোচনে ইসলামী অর্থনীতির ভূমিকা শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং রোজা ও তাকওয়ার আলোকে মানবিক ব্যাংকিং শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আব্দুল মান্নান। আইবিসিএফের ভাইস চেয়ারম্যান ও সেমিনার প্রস্তুতি কমিটির আহবায়ক একেএম নুরুল ফজল বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন নিউ অরলেন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম কবির হোসেন, আল-আরাফা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান। ধন্যবাদ প্রদান করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মেজর (অব.) ড. মো. রেজাউল হক। সেমিনারে অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীবৃন্দ, উচ্চপদস্থ কর্মকর্তা, ইসলামীক চিন্তাবিদ, ব্যবসায়িক নেতা এবং ইসলামী ব্যাংকসমূহের নির্বাহীবৃন্দ অংশগ্রহণ করেন। Ñপ্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন