শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যার ঘটনায় যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৯, ২:২৯ পিএম

এক নিরপরাধ ফিলিস্তিনি যুবককে বিনাকারণে ঠান্ডা মাথায় ইসরাইলি সেনারা গুলি করে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ইহুদিবাদী ও দখলদার দেশটির প্রতি নিন্দার ঝড় বইছে।

উত্তর-পূর্ব জেরুজালেমের আল জাঈম চেক পোস্টের কাছে এক ফিলিস্তিনি যুবককে থামান ইসরাইলি সেনারা। খবর ডেইলি সাবাহর। তার ব্যাগ পরীক্ষা করে কিছু না পেয়ে তাকে ছেড়ে দেন। রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পর বিনাকারণে পেছন থেকে গুলি করেন ইসরাইলি সেনারা। ভিডিও দেখে মনে হচ্ছিল তারা হাতের নিশানা প্র্যাকটিস করছিল ওই যুবকটিকে গুলি করে।

এটি আরও দেড় বছর আগের ঘটনা হলেও সম্প্রতি এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা বলছেন, দখলদার ইসরাইলি বাহিনীর বর্বরতা ও নৃশংসতা প্রকাশ পেয়েছে এই ভিডিওর মাধ্যমে।

তারা এ জন্য ইসরাইলকে ধিক্কার জানান এবং একই সঙ্গে এভাবে হরিণ শিকারের মতো মানুষ খুন করার ঘটনায় অবৈধ এ দেশটিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি করেন। এটিকে ইসরাইলি সেনাদের সুস্পষ্ট সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করেছেন অনেকে।

১৯৬৭ সালে ফিলিস্তিনের পশ্চিমতীর ও জেরুজালেম দখল করে এভাবেই একটি জাতিগোষ্ঠীকে নিধন করে চলছে দখলদার ইসরাইল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন