রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

দুঃসময়ে কাউকে পাশে পাননি আশরাফুল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৯, ৪:৩৯ পিএম

ম্যাচ পাতানোর প্রস্তাব আইসিসির কাছে গোপন রাখার কারণে ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ছয় বছর আগে ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে সরাসরি জড়িত থাকায় সে সময়ে সাকিবের মতোই ফর্মে থাকা আরেক তারকা ব্যাটসম্যান মোহাম্মাদ আশরাফুলকেও নিষিদ্ধ করা হয়েছিল। নিষিদ্ধ হওয়ার পর সাকিব ভক্ত থেকে শুরু করে পরিবারকেও দুঃসময়ে পাশে পেয়েছেন কিন্তু আশরাফুল পরিবারকে পাশে পায়নি! এই দুঃখ এখনো পোড়ায় তাকে।
ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে এক সাক্ষাৎকারে আশরাফুল বলেন, ‘সে (সাকিব) স্মার্ট খেলোয়াড়। এ ধরনের পরিস্থিতি আমার চেয়ে ভালো সামলাতে পারবে। পরিবার তার পাশে আছে, এ পরিস্থিতিতে তাদের সাহায্য পাবে। আমি তখন (নিষিদ্ধ থাকাকালীন) অবিবাহিত ছিলাম। তাই তেমন সমর্থন পাইনি। মন-মানসিকতা ভালো রাখতে সাকিব তার পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবে।’
আশরাফুল ২০১৩ সালে সবশেষ দেশের জার্সি গায়ে খেলেছেন আন্তর্জাতিক ম্যাচ। শাস্তি ভোগ করে মাঠে ফিরলেও জাতীয় দলের হয়ে খেলা হয়নি তার। আরও একবার অন্তত জাতীয় দলের হয়ে খেলতে চান আশরাফুল। সে জন্যই ঘরোয়া লিগগুলোতে নিজের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করছেন তিনি।
৩৫ বছর বয়সী আশরাফুল বলেন, ‘গত সপ্তাহে আমি (জাতীয় লিগ) অপরাজিত সেঞ্চুরি করেছি। আমাকে আরও ভালো করতে হবে। আমি সব সংস্করণে খেলতে চাইলেও সম্ভবত টেস্টে ফেরার ভালো সুযোগ আছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন