শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পিছিয়ে থেকেও জর্ডানকে রুখে দিলো যুবারা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৯, ১২:৫১ এএম

এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে পিছিয়ে থেকেও ডিফেন্ডার ইয়াসিন আরাফাতের গোলে জর্ডানকে রুখে দিলো বাংলাদেশের যুবারা। শুক্রবার রাতে বাহরাইনের মানামার খলিফা স্পোর্টস স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ ১-১ ব্যবধানে ড্র করে জর্ডানের বিপক্ষে। আগের ম্যাচে স্বাগতিক বাহরাইনের বিপক্ষে ৩-০ গোলের বড় হারে হতাশ হলেও জর্ডানকে ভালোভাবেই মোকাবেলা করে লাল-সবুজরা। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের (১৮৪) চেয়ে ৮৬ ধাপ এগিয়ে জর্ডান (৯৮)। দুই দেশের জাতীয় দল অতীতে দু’বার মুখোমুখি হয়েছে। যেখানে দু’ম্যাচেই বাংলাদেশের বড় হার ছিল। গত রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে ঢাকায় জর্ডান জিতেছিল ৪-০ গোলে, আর আম্মানে তারা ৮-০ ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছিল। তাই শক্তিশালী এমন দলের যুবারা বাংলাদেশ দলকে সহজেই হারাবে এটা ফুটবলবোদ্ধারা ধরেই নিয়েছিলেন। কিন্তু না, অসহায় আতœসমর্পণ করেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সমান তালে লড়েই জর্ডানের কাছ থেকে ১ পয়েন্ট কেড়ে নেয় তারা। যদিও ম্যাচে প্রথামর্ধের যোগকরা সময়ে জর্ডান গোল করে এগিয়ে যায় (১-০)। তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি লাল-সবুজরা। বিরতির পর ঠিকই গোল আদায় করে নেয় তারা। ম্যাচের ৭৬ মিনিটে বাংলাদেশের ডিফেন্ডার ইয়াসিন আরাফাত গোল করে দলকে সমতায় ফেরান (১-১)। এরপর দু’দলই এগিয়ে যাওয়ার বেশ ক’টি সুযোগ পেয়ে তা নষ্ট করে। ফলে শেষ পর্যন্ত অমিমাংসিতভাবেই শেষ হয় খেলা। গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ রোববার ভুটানের বিপক্ষে মাঠে নামবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন