প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সারা দেশে প্রাথমিক ছাত্রছাত্রীদের উপবৃত্তির বিতরণের জন্য রূপালী ব্যাংক শিওরক্যাশ মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করবে। গতকাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রূপালী ব্যাংকের মধ্যে এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এবং রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মঞ্জুর হোসেনের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ হুমায়ুন খালিদ এবং রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব (নিয়মিত) মোঃ নজরুল ইসলাম খান, অতিরিক্ত সচিব মোঃ গিয়াস উদ্দিন আহমেদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহা-পরিচালক ও অতিরিক্ত সচিব ডঃ মোঃ আবু হেনা মোস্তফা কামাল, রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তী এবং শিওরক্যাশের চিফ এক্সিকিউটিভ অফিসার ডঃ শাহাদাত খান, চীফ বিজনেস অফিসার জনাব মোঃ আবু তালেবসহ মন্ত্রণালয় এবং রূপালী ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
প্রাথমিকভাবে মোবাইল ব্যাংকিং-এ উপবৃত্তি বিতরণ পদ্ধতিটি পাইলট হিসেবে চালু হচ্ছে এবং পরবর্তী কিস্তি থেকে সারাদেশে সব ছাত্র-ছাত্রীই রূপালী ব্যাংক শিওরক্যাশ-এর মাধ্যমে তাদের উপবৃত্তি পাবে। এই কার্যক্রমে কারিগরি সহযোগিতা প্রদান করছে প্রগতি সিস্টেমস লিমিটেড।
মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বলেন, “মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে উপবৃত্তি বিতরণ সরকারের পেমেন্ট ডিজিটালাইজেশন উদ্যোগের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে সুবিধাভোগী মা-বাবার মোবাইল একাউন্টে উপবৃত্তির টাকা সরাসরি পাঠিয়ে দেয়া হবে এবং আমাদের বিতরণ ব্যবস্থা আরো সহজ, দক্ষ ও স্বচ্ছ হবে।”
সচিব মোঃ হুমায়ুন খালিদ বলেন, “এই কার্যক্রমের অংশ হিসেবে আমরা প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের একটি ডাটাবেস তৈরি করছি যা পরবর্তীতে নানাবিধ পরিকল্পনা ও গবেষণায় কাজে লাগবে।”
ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিন বলেন, “সরকারের সবচেয়ে বড় জনসেবামূলক অর্থ বিতরণ কর্মকাÐের ডিজিটাল কার্যক্রম প্রকল্পে অংশগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত। এখানে উল্লেখযোগ্য যে, বাংলাদেশের সরকারি ব্যাংকগুলোর মধ্যে রূপালী ব্যাংক সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে।” Ñপ্রেস বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন