শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মেয়র গোল্ডকাপ আন্তঃওয়ার্ড ফুটবল

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৯, ৮:০৭ পিএম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতা আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে সিজেকেএস মেয়র গোল্ডকাপ আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট। এমএ আজিজ স্টেডিয়ামের এই টুর্নামেন্টে নগরীর ৪১টি ওয়ার্ডের ৩৯টি এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। ৩৯টি ওয়ার্ডকে ১৩টি গ্রুপে বিভক্ত করে গ্রুপ লিগ পদ্ধতিতে খেলাগুলো অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপ থেকে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী একটি করে দল নিয়ে প্রি-কোয়ার্টার (নকআউট), কোয়ার্টার (নকআউট), সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে বাগমনিরাম ওয়ার্ড চকবাজার ওয়ার্ডের বিরুদ্ধে খেলবে। আজ প্রতিযোগিতার উদ্বোধন করবেন সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। চ্যাম্পিয়ন দল নগদ পুরস্কার ট্রফিসহ তিন লক্ষ টাকা, রানার্স আপ নগদ পুরস্কার ট্রফিসহ দুই লক্ষ টাকা পাবে। এছাড়া পরাজিত দুই সেমিফাইনাল দলকে নগদ পুরস্কার দেয়া হবে। ২৭ লক্ষ ৫০ হাজার টাকা বাজেটের পুরো টাকাই স্পন্সর প্রতিষ্ঠান চট্টগ্রাম সিটি কর্পোরেশন বহন করবে। টুর্নামেন্টে প্রতিটি ওয়ার্ড সর্বোচ্চ ৩০ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে। তার মধ্যে ২০ জন খেলোয়াড় স্থান নিয়ে ও ১০ জন কোটাভুক্ত খেলোয়াড় থাকবে। কোটাভুক্ত খেলোয়াড় উন্মুক্ত খেলোয়াড় হিসেবে গণ্য করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন