পিরোজপুরের নাজিরপুরে ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ করছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম। বৃহস্পতিবার বেলা ২ টায় উপজেলার প্রত্যন্ত এলাকার গৃহহারা ক্ষতিগ্রস্থদের তালিকা করে নাজিরপুর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অর্থের চেক প্রত্যেকের মাঝে বিতরণ গণপূর্ত মন্ত্রী। এ সময়ে মন্ত্রী ঘূর্ণিঝড়ে গৃহহারা মানুষসহ প্রত্যেকের তালিকা করার নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসারকে। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ একজনও অসহায় থাকবে না। চেক বিতরণ কালে মন্ত্রী শ. ম. রেজাউল করীম বলেন, মাননীয় প্রধাণমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ অঞ্চলের ঘূর্ণিঝড় বুলবুলে আক্রান্তদের খোঁজ খবর রাখছেন। তার নির্দেশেই দূর্যোগ আক্রান্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ সহ নগদ অর্থের চেক দেওয়া হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্থদের তালিকা প্রত্যেক ইউনিয়নের চেয়্যারম্যান ও ইউপি সদস্যদের মাধ্যমে নোট নেওয়া হচ্ছে। এ সরকার সর্বদা উন্নয়ন নিয়ে ভাবেন। তাই মানুষ আজ শান্তিতে বসবাস করতে যা যা করা দরকার এ সরকার তাই করে যাচ্ছেন। অর্থের চেক পেয়ে গৃহহারা এক পরিবারের সদস্য মন্টু শীল আবেগে আপ্লুত হয়ে কেঁদে কেঁদে বলেন, এ মন্ত্রী হলেন একজন জনদরদী মন্ত্রী। তিনি এত ভাল মানুষ যে, আমরা কি দিয়ে খাই? কি করি? সেই খবর পর্যন্ত নেন। তার জন্য আশীর্বাদ করি তিনি যেন দীর্ঘজীবী হন। চেক বিতরণ কালে তার সাথে ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজী আক্তার, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধূরী নান্নূ, ৯ ইউপি চেয়ারম্যান, নাজিরপুর প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ প্রমুখ। উল্লেখ্য যে, গত রোববার নাজিরপুর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে সহ¯্রাধিক ঘর-বাড়ি বিদ্ধস্ত হয়, উপরে পড়ে কয়েক লাখ গাছ-পালা, নষ্ট হয়ে যায় মানুষের কৃষি জমি ও গবাদী পশু সহ অনেক ব্যবসায় প্রতিষ্ঠান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন