জুনিয়র বিশ্বকাপ কাবাডি চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে ব্রোঞ্জপদক জিতল বাংলাদেশ কিশোর দল। শুক্রবার ইরানে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে স্বাগতিকদের বিপক্ষে হারলেও তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেই আসর শেষ করে লাল-সবুজরা। ম্যাচে ইরান ৫২-২০ পয়েন্টে হারায় বাংলাদেশকে। একই দিন অপর সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়েছে কেনিয়া। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সেমিফাইনালে পরাজিত দুই দল পাবে ব্রোঞ্জপদক। সে হিসেবেই বাংলাদেশ ও পাকিস্তান ব্রোঞ্জ পেয়েছে।
জুনিয়র বিশ্বকাপ কাবডির প্রথম আসরে ১৩টি দেশ অংশ নেয়। এরা হলো-স্বাগতিক ইরান, মালয়েশিয়া, থাইল্যান্ড, তুর্কমেনিস্তান, পাকিস্তান, ডেনমার্ক, আজারবাইজান, বাংলাদেশ, আফগানিস্তান, চাইনিজ তাইপে, শ্রীলঙ্কা, ইরাক ও কেনিয়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন