শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জানাতের রেকর্ডে আফগানদের জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৯, ১:০২ এএম

করিম জানাতের রেকর্ড গড়া বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেয়েছে আফগানিস্তান। লক্ষ্নৌতে গতকাল শনিবার ১৪৭ রান তাড়ায় ১০৬ রানে থমকে যায় ক্যারিবিয়ানদের ইনিংস। ৪১ রানের জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা এনেছে রশিদ খানের দল। অলরাউন্ড পারফরম্যান্সে আফগানদের জয়ের নায়ক করিম জানাত। ব্যাটিংয়ে তিনে নেমে খেলেছিলেন ১৮ বলে ২৬ রানের ইনিংস। এরপর বোলিংয়ে ৪ ওভারে মাত্র ১১ রান খরচায় তুলে নেন ৫ উইকেট।
২১ বছর বয়সী পেসারের এটি ক্যারিয়ার সেরা বোলিং তো বটেই, টি-টোয়েন্টিতে এই প্রথম ৫ উইকেট পেলেন কোনো আফগান পেসার।
সিরিজে ফেরার লড়াইয়ে পুঁজি খুব বড় না হলেও বোলিংয়ের শুরু থেকেই আফগানরা চেপে ধরে ক্যারিবিয়ানদের। চতুর্থ ওভারে ব্র্যান্ডন কিংকে বোল্ড করে শুরুটা করেন নাভিন-উল-হক। উইন্ডিজের রান তখন ১৭। এরপর তারা পড়ে করিমের বোলিং তোপে। দলীয় অষ্টম ও নিজের প্রথম ওভারে শিমরন হেটমায়রকে ফেরান করিম। পরের ওভারে তুলে নেন ভয়ঙ্কর এভিন লুইস ও শেরফেইন রাদারফোর্ডকে। খানিক পর এলবিডব্লিউ হয়ে দলকে ধ্বংসস্তুপে রেখে যান অধিনায়ক পোলার্ড। পঞ্চদশ ওভারে জেসন হোল্ডারকে যখন ফেরালেন রশিদ খান, ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে পড়ে ক্যারিবিয়ানরা। শেষ দিকে দিনেশ রামদিনের ২৭ বলে ২৪ রানে অপরাজিত ইনিংস কিছুটা কমায় পরাজয়ের ব্যবধান। অষ্টাদশ ওভারে কিমো পলকে বোল্ড করে ৫ উইকেট পূর্ণ করেন জানাত।
ম্যাচের শুরুটাও আফগানদের ছিল ভালো। ৪ ওভারেই ৪১ রান তুলে ফেলেন দুই ওপেনার হজরতউল্লাহ জাজাই ও রহমানউল্লাহ গুরবাজ। পঞ্চম ওভারে টানা দুই বলে দুই ওপেনারকে ফিরিয়ে কিছুটা রাশ টেনে ধরেন কেসরিক উইলিয়ামস। জাজাই ফেরেন ১৫ বলে ২৬ করে। এরপর বড় কোনো জুটি গড়ে ওঠেনি। সেভাবে বড় ইনিংসও খেলতে পারেননি কেউ। তবে কার্যকর ইনিংস এসেছে কয়েকজনের ব্যাট থেকে। জানাতের ক্যামিওর পর নাজিবউল্লাহ জাদরান অপরাজিত থাকেন ২৪ বলে ২০ করে। শেষ দিকে গুলবাদিন নাইবের ব্যাট থেকে আসে ১৮ বলে ২৪।
আফগানরা তার পরও ছুঁতে পারেনি দেড়শ। কিন্তু সেই স্কোরই জয়ের জন্য যথেষ্ট হয়েছে জানাতের দারুণ বোলিংয়ে। একই মাঠে সিরিজ নির্ধারণী ম্যাচ হবে আজ রোববার।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ২০ ওভারে ১৪৭/৭ (জাজাই ২৬, রহমতউল্লাহ ১৫, করিম ২৬, আসগর ৮, ইব্রাহিম ১১, নাজিবুল্লাহ ২০*, নবি ৩, গুলবাদিন ২৪, রশিদ ৫*; হোল্ডার ৪-০-২৩-২, কটরেল ৪-০-৪৫-০, উইলিয়ামস ৪-০-২৩-৩, পল ২-০-২৮-২, ওয়ালশ ২-০-১৮-০, পোলার্ড ২-০-১০-০)
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১০৬/৮ (কিং ১২, লুইস ১৪, হেটমায়ার ১১, রাদারফোর্ড ৬, পোলার্ড ৭, রামদিন ২৪*, হোল্ডার ১৩, পল ১১, ওয়ালশ ৩, উইলিয়ামস ০*; মুজিব ৩-০-১০-০, নাভিন ৩-০-১৯-১, নবি ৩-০-১৮-০, করিম ৪-০-১১-৫, রশিদ ৪-০-২৫-১, গুলবাদিন ৩-০-২২-১)
ফল: আফগানিস্তান ৪১ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ১-১ সমতা
ম্যান অব দা ম্যাচ: করিম জানাত

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন