ব্যবসা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে লোকসভার সদস্য অভিজিৎ মুখার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রূপায়ণ গ্রুপ ও দেশ রেডিওর চেয়ারম্যান এবং এশিয়ান টেলিভিশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খান (মুকুল)। গতকাল রাজধানীর একটি হোটেলে অভিজিৎ মুখার্জির সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন লিয়াকত আলী খান (মুকুল)। এ সময় তারা দুই দেশের ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং বেসরকারি খাতে দুই দেশের নতুন ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ভারতের এমএলএ আবু তাহের খান, সাবেক এমএলএ মোহাম্মদ সোহরাব, রূপায়ণ গ্রুপের পরিচালক মাহির আলী খান (রাতুল) এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খান।Ñপ্রেস বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন