শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পাকিস্তানের জন্য বিশেষ তহবিল চান শাহরিয়ার

প্রকাশের সময় : ২২ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ২০০৯ সালের পর শেকে দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে অনেকভাবেই লোকসান গুণতে হচ্ছে পিসিবিকে। এ অবস্থা থেকে উতরে যেতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে বিশেষ তহবিল গঠনের অনুরোধ করবেন বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান। আগামী ২৭ জুন এডিনবার্গে আইসিসির বার্ষিক সভায় যোগ দেবেন পিসিবি চেয়ারম্যান। সেখানেই এমন আবেদন করবেন বলে জানান পিসিবি চেয়ারম্যান, ‘পাকিস্তানে ক্রিকেটের আরও উন্নতি করতে আমরা এই বিশেষ তহবিল ব্যবহার করতে চাই। তাই আইসিসির ইভেন্ট থেকে যে আয় হয় তার সামান্য কিছু অংশ দিয়ে পাকিস্তানের ক্রিকেটের জন্য বিশেষ তহবিল গঠন করতে আইসিসি ও সদস্যদেশগুলোকে অনুরোধ করবো।’ বর্তমানে পাকিস্তান তাদের হোম সিরিজের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে আয়োজন করে আসছে। কিন্তু পিসিবি জানিয়েছে সেখানে তারা বেশি লাভবান হচ্ছে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন