শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মুস্তাফিজের বিলম্বে হতাশ সাসেক্স

প্রকাশের সময় : ২২ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : আইপিএলে সানরাইজার্স হায়দারাবাদের হিরো মুস্তাফিজুরকে পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছে ইংলিশ কাউন্টি দল সাসেক্স। আইপিএল থেকে ঢাকায় ফেরা মুস্তাফিজুরের ম্যাচ ফিটনেস ফিরে পেতে ২ সপ্তাহ অপেক্ষা করতে হবে, তাতেও আপত্তি ছিল না সাসেক্সের। তবে ২ সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও যখন মুস্তাফিজুরকে পেতে বাড়ছে অপেক্ষা, তখন হতাশা প্রকাশ করেছে সাসেক্সের হেড কোচ ডেভিস। মুস্তাফিজুরের বিলম্ব দেখে দলটি তার স্থলে ২ ম্যাচের জন্য দ. আফ্রিকা অল রাউন্ডার ডেভিড ওয়াইজকে দলভুক্ত করেছিল। কিন্তু তাকেও ধরে রাখতে পারছে না দলটি। ক্যারিবিয়ান ক্রিকেট লীগ (সিপিএল) খেলতে চলে গেছেন এই প্রোটিয়া। ইংল্যান্ড ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দলটির অন্যতম পেস ভরসা ক্রিস জর্ডানকেও পাচ্ছে না এখন সাসেক্স। তাতেই হতাশ দলটির কোচ- ‘আমাদের ২টি বিকল্প ছিল। কিন্তু সময় স্বল্পতার কারণে রিপ্লেসমেন্ট করাটা বেশ কঠিন হচ্ছে। আমরা বিশ্বমানের ক্রিকেটারদের সঙ্গেই চুক্তি করেছিলাম। মুস্তাাফিজ বর্তমান বিশ্বের এক নাম্বার বোলার বলেই তাকে আমরা বেছে নিয়েছিলাম। কিন্তু তাকে পাওয়াটাই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের প্রধান কোচের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলেছিলেন ওর অবস্থা মূল্যায়ন করা হবে দুই সপ্তাহ পর। সে সময়টা এখন। আমরা বাংলাদেশের ফিজিও এবং ট্রেনারের সঙ্গে ইন্টারনেটে যোগাযোগ রাখছি। আমি নিশ্চিত এটা আমাদেরকে পেরেক মারছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন