শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রামগড়ে পিতা হত্যা মামলার রায়ে পুত্রের মৃত্যুদণ্ড

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৯, ৬:২৬ পিএম

রামগড়ে পিতা হত্যা মামলার রায়ে পুত্র এরফান আলী (২৯) কে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসাথে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। বুধবার খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মোঃ আলমগীর হাসান এই রায় প্রদান করেন।

২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি রামগড়ে সদু কার্বারী পাড়ার বাগান টিলা এলাকার মাদকাসক্ত ছেলে মাদক সেবনের টাকা না পেয়ে এরফান আলী নিজ ঘরে ঘুমন্ত পিতা জসিম উদ্দিনকে ধারালো বটি দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এঘটনায় নিহত জসিম উদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম পুত্র এরফান আলীকে আসামী করে রামগড় থানায় হত্যা মামলা দায়ের করেন।

পাবলিক প্রসিকিউটর এডভোকেট বিধান কানুনগো রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন মামলা চলাকালীন রাষ্ট্রপক্ষ ১০ জনের স্বাক্ষ্য আদালতে উপস্থাপন করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন