মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আবিস্কারক ভারত প্রয়োগকারী বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম

প্রখ্যাত গণিতবিদ এবং দার্শনিক বারটান্ড রাসেল একবার মজা করে বলেছিলেন যে, মানব সভ্যতায় প্রাচীন ভারতের অবদান একেবারে শূন্য। আক্ষরিকভাবেই শূন্য। কারণ আমাদের আধুনিক দশমিক পদ্ধতিতে সংখ্যা লেখার পেছনে যে ‘সংখ্যা’র ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই শূন্য ভারতেই আবিষ্কার হয়েছিল।

তবে মজার ব্যাপার, শূন্যের আবিস্কারক ভারত হলেও গতকাল তার প্রয়োগ করেছে বাংলাদেশ। কৌতুহলী মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে? গতকাল ইডেন গার্ডেনে দিবা-রাত্রির টেস্টে ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। শুরুতেই ওপেনার ইমরুলকে হারানোর পর বাংলাদেশের পক্ষে দিবা-রাত্রির টেস্টে প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হন ‘শূন্য’ রানে। তার পরপরই ক্রিজে নামা মোহাম্মদ মিঠুনও হাঁটেন অধিনায়কের রাস্তায়। মিঠুন সেই রাস্তা এতই মসৃন করে এসেছিলেন যে, অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমেরও কোন সমস্যা হয়নি একই রাস্তায় হাঁটতে। বাংলাদেশের ইনিংসে প্রথম সারির তিন ব্যাটসম্যনই ফিরে যান কোন রান না করে। অর্থাৎ ডাক মেরে।
ইনিংসের মধ্যভাগের কোন ব্যাটসম্যানই পারেননি শূন্যতে ‘ফিরে যেতে’। তবে শেষে আবু জায়েদ রাহীও তিন টপ-অর্ডার ব্যাটসম্যানের পথেই নিজেকে নিয়ে যান। এই চার ব্যাটসম্যানের পথ হারানোর দিনে বাংলাদেশের ব্যাটিংও পথ হারিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
SD Bikash ২৩ নভেম্বর, ২০১৯, ৫:১২ এএম says : 0
বাংলাদেশের উইকেট রকেটের চাইতেও ফাস্ট খুব দ্রুত পড়ে যায়।
Total Reply(0)
Amjad Hossan Liton ২৩ নভেম্বর, ২০১৯, ৫:১৩ এএম says : 0
ক্রিকেটারদের বেতন আরও বাড়ানো উচিত, তাহলে হয়ত আশানুরূপ ফল আসতে পারে
Total Reply(0)
Ahmed Musa ২৩ নভেম্বর, ২০১৯, ৫:২১ এএম says : 0
যারা ৩য়-৪র্থ দিনের টিকিট আগেই কিনে রেখেছেন তাদের টাকা কি ফেরত দেওয়া হবে?
Total Reply(0)
Sanjib Shil ২৩ নভেম্বর, ২০১৯, ৫:২২ এএম says : 0
স্কুল ক্রিকেটে ফিরতে হবে এদের ।
Total Reply(0)
Maruf Ahmed ২৩ নভেম্বর, ২০১৯, ৫:২৩ এএম says : 0
তাদের বেতন আরো বাড়ানো হোক,দেশ বেচে হলেও তাদের প্রতি নিয়ত ফ্ল্যাট, বাড়ি, গাড়ি নারী যাতে উপহার দেয়া হয়,সেই ব্যাবস্থা করা হোক
Total Reply(0)
তানবীর ২৩ নভেম্বর, ২০১৯, ৫:২৫ এএম says : 0
এর চেয়ে আর ভালো দল তারা কোথায় পাবে ?
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন