উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, সমাজ সংস্কারক, মুসলিম জাগরণের পথিকৃত ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকেলে তার নিজ বাড়িতে দোয়া-মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে ফরিদপুরের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। সাধারণ মানুষের কাতারে সারাজীবন রাজনীতি করে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন মোহন মিয়া। নিজে জমিদার হয়েও জমিদারি প্রথা বিলুপ্তির আন্দোলন করেছিলেন। অনগ্রসর মুসলিম জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে একাধিক স্কুল, মাদরাসা, ছাত্রাবাস, দাতব্য চিকিৎসালয় ও মেয়েদের শিক্ষার জন্য মহিলা মাদরাসা স্থাপন করেন। কৃষকদের আধুনিক চাষাবাদে উৎসাহিত করার লক্ষে বায়তুল আমান ভোকেশনাল প্রজেক্ট স্থাপন তার এক অনবদ্য কীর্তি। মোহন মিয়ার জ্যেষ্ঠ পুত্র চৌধুরী কামাল ইবনে ইউসুফ সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে মোহন মিয়া স্মৃতি সংসদ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। ফরিদপুর শহরে ও বিভিন্ন ইউনিয়নের মসজিদে মিলাদ মাহফিল, কোরআনখানী ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপি নেতা এএফএম কাইয়ুম জঙ্গী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, শিক্ষাবিদ এমএ সামাদ, যুবদলের সাবেক সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ, তানভীর আহমেদ চৌধুরী ও মোহন মিয়া পরিবারের সদস্যবৃন্দ মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন