শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ভারতের অবনমন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৯, ৭:৩৬ পিএম

ফিফা র‍্যাঙ্কিংয়ে অবনমন ঘটেছে বাংলাদেশ ও ভারতের। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা বৃহস্পতিবার নতুন র‌্যাঙ্কিং ঘোষণা করে। যেখানে বাংলাদেশ তিন ধাপ নেমে ১৮৪ থেকে ১৮৭তম স্থানে এবং ভারত দুই ধাপ নেমে ১০৬ থেকে ১০৮তম স্থানে জায়গা পেয়েছে। এর আগে গত অক্টোবর মাসে ঘোষিত ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারত দুই ধাপ পেছালেও বাংলাদেশ এগিয়েছিল ৩ ধাপ। কিন্তু এবার দক্ষিণ এশিয়া ফুটবলের দুই পরাশক্তিই পিছিয়ে গেলো। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে মালদ্বীপ এক ধাপ নেমে ১৫৫, নেপাল তিন ধাপ নেমে ১৭০, শ্রীলঙ্কা দুই ধাপ নেমে ২০৫তম স্থানে থাকলেও অবস্থান অপরিবর্তিত রয়েছে ভুটান (১৮৯) ও পাকিস্তানের (২০১)। নতুন ঘোষিত ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচ দেশের অবস্থানের পরিবর্তন হয়নি। এরা হলো- বেলজিয়াম, বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড ও উরুগুয়ে। তবে আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগের মতোই আছে নবমস্থানে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন