ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন মোহাম্মদ ফারাহ আবারও ট্র্যাকে নামছেন। ২০২০ টোকিও অলিম্পিকে প্রত্যাবর্তন হচ্ছে এই ট্র্যাক অ্যান্ড ফিল্ড কিংবদন্তির। তবে এবার শুধুমাত্র ১০ হাজার মিটার দৌড়ে অংশ নেবেন বলে নিজের ইউটিউব চ্যানেলে ঘোষণা দিয়েছেন চারবারের এই অলিম্পিক চ্যাম্পিয়ন।
২০১২ ও ২০১৬ অলিম্পিকে ৫ হাজার ও ১০ হাজার মিটারে সোনা জেতেন ফারাহ। ২০১৭ ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে শেষবার ট্র্যাকে নামেন এই তারকা অ্যাথলেট। দ্বিতীয় অবস্থানে থেকে শেষ করেন ৫ হাজার মিটার দৌড়। তারপর মনোযোগ দেন ম্যারাথনে। ২০১৮ এর অক্টোবরে শিকাগো ম্যারাথনে অষ্টম স্থান অর্জন করেন। দৌড় শেষ করেন ২ ঘণ্টা ৯মিনিট ৫৮ সেকেন্ডে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন