অর্থনৈতিক রিপোর্টার : আন্তর্জাতিক সিভিল সার্ভিস দিবস উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে বিনামূল্যে মৌসুমী ফলে ফরমালিন ও বিষাক্ত কেমিক্যাল পরীক্ষা কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে অবস্থিত শিল্প মন্ত্রণালয় প্রাঙ্গণে এবং কারওয়ান বাজার মসজিদের উত্তর পাশের গেইটে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প কর্পোরেশন এবং বিএসটিআই এ কার্যক্রমে সহযোগিতা প্রদান করে। দুটি স্পটেই উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ন্যায্যমূল্যে চিনি ক্রয় এবং মৌসুমী ফলের ফরমালিন বা ক্ষতিকারক কেমিক্যাল পরীক্ষা করার সুযোগ গ্রহণ করেন। কার্যক্রমের উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ। অতিরিক্ত সচিব মো. জামাল আবদুল নাসের চৌধুরী এ সময় দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এনামুল হক, অতিরিক্ত সচিব মো. দবিরুল ইসলামসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিএসএফআইসি এবং বিএসটিআই এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন