বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

সাজেদা ফাউন্ডেশন ও বিকাশের মুঠোফোনভিত্তিক আর্থিক পরিষেবা

প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার ঃ সাজেদা ফাউন্ডেশন ঢাকা, চট্টগ্রাম নগরীসহ দেশের ১৭টি জেলার প্রত্যন্ত এলাকায় প্রায় ২ লাখ স্বল্প আয়ের মানুষকে ঋণ, সঞ্চয়  ও স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকে। নানা কারণে স্বল্প আয়ের এসব মানুষ আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং পরিষেবা গ্রহণে অনেকখানি পিছিয়ে আছে। প্রধানত এদের কথা বিবেচনায় রেখে সাজেদা ফাউন্ডেশন ও প্রযুক্তিনির্ভর শীর্ষ ব্যাংকিং পরিষেবা দানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ লিমিটেড’ মুঠোফোনে ব্যাংকিং সেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। এ লক্ষে প্রতিষ্ঠান দু’টো গতকাল একটি দ্বি-পক্ষীয় চুক্তি সম্পাদন করে। চুক্তিতে সাজেদা ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষর করেন সংস্থার নির্বাহী পরিচালক জাহেদা ফিজ্জা কবীর ও বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদের। এর ফলে সহজেই সাজেদা ফাউন্ডেশনের গ্রাহক সদস্যরা দেশের প্রায় ১ লাখ ২০ হাজার বিকাশ এজেন্ট হতে ঋণ ও সঞ্চয়ের টাকা গ্রহণ এবং পরিশোধসহ অন্যান্য ব্যাংকিং সেবা গ্রহণে সক্ষম হবেন। এর ফলে গ্রাহকদের সময় ও খরচ যেমন সাশ্রয় হবে তেমনি আধুনিক ডিজিটাল আর্থিক পরিষেবা পদ্ধতির সাথে পরিচয় ও ব্যবহারে অভ্যস্ততা তৈরি হবে। একইভাবে ঋণ সেবা প্রদানকারী কর্মীদের ঝুঁকি নিরসন এবং সময় ও শ্রম লাঘব হবে অনেকখানি। সব মিলে এ পরিষেবা টেকসই উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে।  
উল্লেখ্য, মুঠোফোনভিত্তিক আর্থিক পরিষেবা পদ্ধতি বাস্তবায়ন করতে বিশেষ সহযোগিতা দিচ্ছেন মেটলাইফ ফাউন্ডেশন, ব্যাঙ্কেবল ফ্রন্টিয়ার এসোসিয়েটস (বিএফএ) ও রকেফেলার ফিলানথ্রপি এ্যাডভাইজরস্ (আরপিএ)। এদের প্রধান উদ্দেশ্য ন্যূনতম খরচে স্বল্প আয়ের মানুষের কাছে আর্থিক পরিষেবা পৌঁছে দেয়া। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিকাশ লিমিটেড’র প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদের বলেন,  বিকাশের শক্তিশালী আর্থিক চ্যানেল ব্যবহার করে অতি সহজে সাধারণ মানুষকে সেবা প্রদান সম্ভব। সাজেদা ফাউন্ডেশন এ ক্ষেত্রে একটি উদাহরণ, যারা স্বল্প আয়ের মানুষকে কম খরচে উত্তম সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। এ প্রচেষ্টা একটি ডিজিটাল আর্থিক প্রতিবেশ তৈরিতেও ভূমিকা রাখবে। সাজেদা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাহেদা ফিজ্জা কবীর বলেন,  গ্রাহক সদস্যদের সুবিধার কথা বিবচনা করেই ‘বিকাশ’ ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংবেদী ও সৃজনশীল সংস্থা  হিসেবে সদস্যদের কল্যাণে নতুন পরিষেবা গ্রহণে সাজেদা ফাউন্ডেশন সব সময় অগ্রণী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (13)
মোঃ সাহাদাত হোসেন ২২ জানুয়ারি, ২০১৮, ১২:২৪ পিএম says : 0
আমি করতে পারবো
Total Reply(0)
সুমন ২ আগস্ট, ২০২০, ৩:২৮ পিএম says : 0
আমি সাজেদা ফাউন্ডেশন থেকে 500000 লাক্ষ টাকা রিন নিতে চাই তিন বছরের জন্য এই টাকা দিয়ে একটি ফারাম দিব আমি মালোশিয়া প্রবাসী চার বছর ধরে আছি
Total Reply(0)
সৈয়দ লালটু আলি ২২ আগস্ট, ২০২০, ১০:১৪ পিএম says : 0
আমি সাজেদা ফাউন্ডেশন থেকে 300000লাখ টাকা লোন নিতে চাই
Total Reply(0)
শরিফ উদ্দিন ১৩ সেপ্টেম্বর, ২০২০, ৪:৩৬ পিএম says : 0
আমি ঋণ নিতে চাই সাজেদা ফাউন্ডেশন ঋণ দিতে চাইনা বলে করোনার কারণে লোক ভর্তি করা বন্ধ আছে ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা কুটি বাজার অফিস অফিসের লোক ঋণ দিতে চায়না
Total Reply(0)
Md Akram Ullah ৬ অক্টোবর, ২০২০, ৭:০৩ পিএম says : 0
সাজেদা ফাউন্ডেশনের নতুন লোন কবে চালু হবে। আমি আপনাদের পুরাতন সদস্য। আপনাদের নাম্বার টা দেওয়া যাবে।
Total Reply(0)
মোঃসুরুজ মন্ডল ২৩ ডিসেম্বর, ২০২০, ২:১৮ এএম says : 0
বরাবর সাজেদা ফাউন্ডেশন পরিচালক আমি আপনাদেরই একজন সদস্য সাভার.আশুলিয়া. জিরাবো মাঠ কর্মী মামুন সাহেব এবংএরিয়া ম্যানেজার সহ আমাকে লোন দিবে বলে আমার কাছথেকে টাকা নেয় আমি ঐলোনের আশায় আমার ব্যাবসা কার্যক্রম শুরু করি লোনের কথা বললে আজ না কাল এভাবে আমাকে দীর্ঘদিন ১ থেকে ২মাস ঘুুরায়এর পর একটা ডেট দেয় অফিসে যাওয়ার পর আমাকে মানাকরে দেয় এখন আমি নিরুপায় আমার ফ্যমিলি নিয়ে চলা খুবই কঠিন হয়ে পরেছে আপনাদের কাছে আমার আকুল আবেদন এভাজেন মানুষকে বিপদের মুখে ঠেলে দিবেন না আল্লাহ তায়ালা আমকে আপনাকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন আমার যদি কোনো প্রকার ভুল হয় দেখনু আপনারা
Total Reply(0)
mdshoidul islam md shoidul ২৭ জানুয়ারি, ২০২১, ১২:৫৭ পিএম says : 0
আমি সাজেদা ফাউডেশন থেকে দশ হাজার টাকা শোধ নিতে চায়
Total Reply(0)
mdshoidul islam md shoidul ২৭ জানুয়ারি, ২০২১, ১২:৫৭ পিএম says : 0
আমি সাজেদা ফাউডেশন থেকে দশ হাজার টাকা শোধ নিতে চায়
Total Reply(0)
সারওয়ার ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ৬:২৫ পিএম says : 0
আমার এক ভাই সাজেদা ফাউন্ডেশনের পুরাতন সদস্য। ২য় বারের মত লোন নিয়েছে।এদের মুখের ভাষা খুব খারাপ।কিস্তি দিতে একটু দেরি হলে বাসায় গিয়ে সিনকেরেট করে।অকথ্য ভাষায় কথা বলে।অথচ ঐ ভাই কিন্তু নিজের ৪০০০০০০ টাকার দলিল জমা রেখে মাএ ৫০০০০০ টাকা লোন নিসে।ওর লেনদেন ভাল বিদায় ২য় বার লোন দিসে। কিন্তু ১০ তারিখের দুই একদিন দেরি হলে এদের আসল রুপ বের হয়ে যায়।আমি ও ভাবসিলাম লোন নিব কিন্তু ভাই বলল না দরকার নাই।একটু দেরি হলে মান সম্মান নিয়ে টানাটানি।রানিং লোন টা পরিশোধ হলে ভাই ও আর লোন নিবে না।
Total Reply(0)
Sarwar ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ৭:১১ পিএম says : 0
Amr ek vai 4000000 takar dolil raikha 500000 tk loan nisilo...1st tume loan porisodh korar por 2nd loan nisa...landan vlo thakay 2nd time loan paisa.kintu ader kotha barta khub e kharap...okottho vasay kotha bole...10 tariker dui akdin dari holai basar samna gia chilla chilli kora...ora grahoker problem bujta cay na...manager er vhasa toh aro basi kharap...vai bollo akhan thaka loan nia naki maan somman sob gasa...tai running loan ta daoar por akhan thaka r loan nibe na...amio nita caisilm...kintu maan somman age...pore loan...
Total Reply(0)
মো. হারুন অর রশিদ ১৯ জানুয়ারি, ২০২২, ১১:০৬ এএম says : 0
আমার অফিস ধানমন্ডি, ঢাকা আমি পার্সানাল লোন নিতে চাই। দয়া করে আপনাদের সাথে যোগাযোগের কোন নাম্বার দেয়া যাবে। জানালে খুশি হবো। মোবাইল নাম্বার দিলে খুশি হবো। ধন্যবাদ
Total Reply(0)
মোঃ জসিম উদ্দীন ২৫ জানুয়ারি, ২০২২, ৩:০৭ পিএম says : 0
সাজেদা ফাউন্ডেশন এর হাউস লোন কি সুদ মুক্ত?
Total Reply(0)
Md abul kalam azad ১৬ আগস্ট, ২০২২, ১১:২৪ পিএম says : 0
সাজেদা ফাউন্ডেশন পার্সোনাল লোন সর্বোচ্চ কত টাকা দেয়, সর্বোচ্চ কত মাস কিস্তি পরিশোধ করে
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন