দেশজুড়ে চলা বিক্ষোভের অবসান ঘটাতে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাসকাট। অনুসন্ধানী নারী সাংবাদিক ডাফনে কারুয়ানা গালিজার হত্যাকাণ্ডের জের ধরে এই বিক্ষোভ শুরু হয়। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে আগামী ১২ জানুয়ারি মাসকট পদত্যাগ করবেন বলে ঘোষণা দেন। খবর বিবিসির। ক্ষমতাসীন দল লেবার পার্টি তাদের নতুন নেতৃত্ব নির্বাচিত করা পর্যন্ত তিনিই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ২০১৭ সালে দেশটিতে একটি গাড়িতে বোমা বিস্ফোরণে নিহত হন অনুসন্ধানী নারী সাংবাদিক ডাফনে কারুয়ানা গালিয়াজা। তিনি মাল্টার বিভিন্ন প্রভাবশালী রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান করছিলেন। এ সময় অভিযোগ ওঠে দেশের দুর্নীতির তথ্য ফাঁস হওয়ার ভয়েই ব্যবসায়ীদের সঙ্গে মিলে সরকার এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন