শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বোদায় মাল্টার আশাতীত ফলনে চাষিদের মুখে হাসির ঝিলিক

প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা

পঞ্চগড়ের বোদায় বাণিজ্যিকভাবে মাল্টার চাষ শুরু হয়েছে। এ উপজেলায় মাল্টা চাষের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। উপজেলা কৃষি বিভাগের ২৮টি ব্লক প্রদর্শনীর মাধ্যমে কৃষকরা মাল্টার বাগান গড়ে তুলেছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুসারে বোদা উপজেলার দুইশ’ জন কৃষক তাদের বসতবাড়িতে মাল্টার চাষ করেছেন। উপজেলা কৃষি বিভাগের সরাসরি তত্ত্বাবধানে সাইট্রাস ফল সম্প্রসারণের নিমিত্তে গড়ে উঠেছে এসব মাল্টার বাগান। সরেজমিন বসতবাড়ি ও ব্লক প্রদর্শনীতে গিয়ে দেখা যায়, মাল্টার গাছে থোকায় থোকায় মাল্টার ফল ঝুলছে। বাগানগুলোতে মাল্টার বাম্পার ফলন হয়েছে। এ সময় কথা হয় মাল্টা চাষি চন্দনবাড়ী ইউনিয়নের বানিয়ারপাড়ার গ্রামের আসাদুজ্জামান রিপন এর সাথে। তিনি জানান, উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় বাণিজ্যিকভাবে ১ বিঘা জমিতে মাল্টার চাষ করেছেন। মাল্টার ফলনও হয়েছে ভালো। তিনি আশা প্রকাশ করছেন মাল্টা স্থানীয় বাজারে বিক্রি করতে পারবেন। মাল্টার পাশাপাশি তিনি একটি কমলা বাগান গড়ে তুলেছেন। সরেজমিন গিয়ে আরো কথা হয় বড়শশী ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মাল্টা চাষি কাজী আলমগীর মন্টুর সাথে তিনিও কমলা বাগানের পাশাপাশি বাণিজ্যিকভাবে মাল্টার বাগান গড়ে তুলেছেন। তিনি এক একর জমিতে মাল্টার চাষ করেছেন। তার বাগানে এখন থোকায় থোকায় মাল্টার ফলন শোভা পাচ্ছে। তিনিও আশা প্রকাশ করছেন স্থানীয় বাজারের মাল্টার বিক্রি করার। বিদেশি মাল্টার চেয়ে নিজেদের উৎপাদিতে এই দেশি জাতীয় মাল্টাটি অনেক বেশি রসালো। এ মাল্টাটি বিদেশি মাল্টার মত রং ধারণ না করণেও খেতে অনেকটা সুস্বাধু। স্থানীয় বাজারে এই দেশি জাতীয় মাল্টাটি বেশ ভালো চাহিদা পূরণ করতে পারবে বলে অনেকেই মনে করছেন। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মোঃ আল মামুন অর রশিদ জানান, কমলার পাশাপাশি মাল্টা চাষের জন্য এ উপজেলার মাটি বেশ উর্বর। ইতোমধ্যে বাণিজ্যিক ভিত্তিতে মাল্টার চাষ শুরু হয়েছে। কৃষকরা মাল্টা চাষে বেশ আগ্রহ প্রকাশ করছেন। আমরা ব্লক প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের মাল্টা চাষে উদ্বুদ্ধ করছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন