শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

শ্যুটিংয়ের দলগতে দুই রুপা বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার, কাঠমান্ডু, নেপাল থেকে | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৯, ৮:২৫ পিএম

গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসের রুপাজয়ী আব্দুল্লাহহেল বাকি’কে ঘিরে সবার প্রত্যাশা ছিল নেপাল এসএ গেমসে সোনালী হাসি হাসবেন তিনি। কিন্তু না নেপালে পদকশূণ্যই থাকলেন বাকি। মঙ্গলবার কাঠমান্ডুর সাদ্দোবাদো স্পোর্টস কমপ্লেক্সে শ্যুটিং ডিসিপ্লিনে পুরুষ ব্যক্তিগত ৫০ মিটার এয়ার রাইফেল থ্রি পজিশনে সবাইকে হতাশ করলেন তিনি। বাকি সপ্তমস্থানে থেকে খেলা শেষ করলে ইউসুফ হন ষষ্ঠ। তবে এই ইভেন্টের ফাইনালে ওঠতেই পারেননি শোভন চৌধুরী। তবে ব্যক্তিগত ইভেন্টে না পারলেও ছেলেদের ৫০ মিটার এয়ার রাইফেল থ্রি পজিজশ দলগত ইভেন্টে রৌপ্য জিতেছে বাংলাদেশ। এ ইভেন্টে খেলেন বাকি, ইউসুফ এবং শোভন। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত ইভেন্টেও রুপা পায় বাংলাদেশ। শ্যুটিংয়ে এবারের এসএ গেমস থেকে বাংলাদেশকে প্রথম পদক এনে দেন সৈয়দা আতকিয়া হাসান দিশা, উম্মে জাকিয়া সুলতানা টুম্পা ও শারমিন আক্তার রতœা। দলগত ইভেন্টে সফল হলেও ব্যক্তিগত ইভেন্টে হতাশ করেন তারা। দিশা ও টুম্পা একক ইভেন্টে সেরা আটে ওঠেছিলেন। কিন্তু সেরা পাঁচেও থাকতে পারেননি। দিশা পঞ্চম এবং টুম্পা সপ্তম হয়ে পদকশূন্য থাকেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন