রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

শঙ্কায় চ্যাম্পিয়ন্স ট্রফি

প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ২০২১ সালে ভারতে বসবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। এর পর থেকে আর নাও দেখা যেতে পারে ৫০ ওভারের এই বৈশ্বিক ক্রিকেট আসরকে। এমনকি আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠেয় অষ্টম আসরের মাধ্যমেও যবনিকা ঘটতে পারে এই টুর্নামেন্টের। টুর্নামেন্টে খেলার সুযোগ হয়েছে বাংলাদেশেরও। ২০১৯ সাল থেকে ১৩টি দলের সমন্বয়ে ওয়ানডে লিগ চালু করার কারণেই শঙ্কায় পড়ে গেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য। বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর আইসিসির সূচিতে নতুনভাবে ওয়ানডে লিগ যুক্ত হওয়ায় এতকিছু একসাথে সামলানো কঠিন হয়ে পড়বে। একথা মাথায় রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফিকে ছাটাইয়ের কথা ভাবছে আইসিসি। মূলত চ্যাম্পিয়ন্স ট্রফি বাতিলের ইচ্ছা ছিল ২০১৩ আসরের পরেই। কিন্তু বিশাল বাণিজ্যিক সফলতার কথা মাথাই রেখেই ২০১৭ সালে ইংল্যান্ডে আসরের আয়োজন করা হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন