বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

উশুর প্রতিভা অন্বেষন কর্মসূচি

প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার: জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অর্থায়নে ঢাকা জেলার উশু প্রতিভা অন্বেষণ কর্মসূচি গত মঙ্গলবার শুরু হয়েছিলো। এতে ৬০ জন উশু খেলোয়াড় অংশ নেন। পল্টন ময়দান সংলগ্ন রোলার স্কেটিং মাঠে দিনব্যাপী বাছাই শেষে ২০ জনকে নিয়ে তিনদিনের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প ওইদিনই শুরু হয়। যা আজ শেষ হচ্ছে। এখান থেকে চূড়ান্তভাবে চারজন খেলোয়াড়কে বাছাই করে দু’মাস ব্যাপী চূড়ান্ত প্রশিক্ষণ ক্যাম্পের আওতায় নেয়া হবে। যা শুরু হবে ঈদুল ফিতরের পর। এভাবে দেশের প্রত্যেক জেলা থেকেই বাছাই করে চূড়ান্ত ক্যাম্পের জন্য খেলোয়াড় সংগ্রহ করা হবে বলে জানা গেছে। প্রতিভা অন্বেষণ কর্মসূচিকে সমানে রেখে উশু অ্যাসোসিয়েশন মনিটরিং ও বাছাই কমিটি গঠন করে। মনিটরিং কমিটির চেয়ারম্যান মোতাহার হোসেন সাজু ও সদস্য সচিব সাইফুল আলম রোমান এবং বাছাই কমিটির চেয়ারম্যান আলমগীর শাহ ভূঁইয়া ও সদস্য সচিব করা হয়েছে দুলাল হোসেনকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন