টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক চাপায় এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছে।বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার হাটুভাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আলহাজ উদ্দিন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার রাগাবাড়ি গ্রামের ছাবের মন্ডলের ছেলে।
সে গোড়াই শিল্পাঞ্চলের কমফিট কম্পোজিট নিটিং মিলের অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় সকালে আলহাজ কর্মস্থলে যাওয়ার সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই স্থানে পৌছালে বালু ভর্তি একটি ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক ট্রাক আটক করা হয়েছে। আইনী পক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন