শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

বকেয়া আদায়ে বিসিবির হস্তক্ষেপ কামনা ক্রিকেটারদের

প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : গত ১৯ জুন বোর্ড সভা শেষে ক্রিকেটারদের বকেয়া অর্থ পরিশোধে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। এই সময়ের মধ্যে বিসিবি নির্দেশিত শর্ত মানতে না পারলে ক্রিকেটারদের দাবিকৃত অর্থ বিসিবি পরিশোধ করে অভিযুক্ত ক্লাবের উপর কঠোর হবেন বলে জানিয়েছিলেন বিসিবি সভাপতি। তবে ৭২ ঘণ্টার আলটিমেটাম পেরিয়ে গেলেও ক্রিকেটারদের গ্যারান্টার বিসিবি ক্রিকেটারদের পাওনা পরিশোধে নেয়নি উদ্যোগ, অভিযুক্ত ক্লাবসমূহের উপর কঠোরও হতে পারেনি বিসিবি। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ শেষ হয়ে যাওয়ায় দু’কিস্তি মিলিয়ে মোট সম্মানীর ৬০ শতাংশ পেমেন্ট বুঝে পাওয়ার কথা যেখানে, সেখানে দলটির কোন ক্রিকেটারই নাকি এই পরিমাণ টাকা পায়নি ক্লাব থেকে। ৪০ শতাংশের উপরে পারিশ্রমিক পাননি কেউ, কেউবা পেয়েছেন বুঝে শুধুমাত্র প্রথম কিস্তির ৩০ শতাংশ সম্মানী! মুমিনুল, নাদিফ, সোহরাওয়ার্দি শুভরা তাই একজোট হয়ে গতকাল এসেছিলেন বিসিবিতে, সিইও’র কাছে দিয়েছেন নালিশ। সিইও’র কাছে নালিশ দিয়ে অধিনায়ক নাদিফ চৌধুরী কথা বলেছেন মিডিয়ার সঙ্গেÑ‘আমাদের একজন কেবল ৪০ ভাগ টাকা পেয়েছে। বাকিরা কেউ ১০ ভাগ, কেউ ২০ ভাগ বা ৩০ ভাগ পেয়েছে। লিগ শেষ, ঈদের আগে সবাই বাড়ি যাবে, টাকা না পাওয়ায় যেতে পারছে না। ছেলেরা সবাই খুব হতাশ। আমরা পেশাদার ক্রিকেটার, প্রাপ্য টাকা পেতে এভাবে হেনস্তা হতে হলে তা দুঃখজনক। প্রধান নির্বাহী আশ্বাস দিয়েছেন, বোর্ড ব্যাপারটি দেখবে। আমরা সেই আশায় আছি।’
ক্রিকেটারদের এই অসন্তোষ প্রকাশ করে সিইও’র কাছে নালিশ করাকে ভাল চোখে দেখছেন না ক্লাব সভাপতি নেছারউদ্দিন কাজলÑ‘প্রথম কিস্তির ৩০ শতাংশ টাকা কিন্তু শুরুতেই ওরা বুঝে পেয়েছে। প্øেয়ার্স ড্রাফটের বাইরে থেকে শাহীন এবং রবীনকে নিয়েছি, তারাও কিন্তু টাকা পেয়েছে। প্রথম ৪টি ম্যাচের পর থেকেই পাওনার দাবিতে গ্রæপিং শুরু করে দিয়েছে। আমি বলেছি, তোমরা তোমাদের খেলায় মনোযোগী হও, আমরা ব্যর্থ হলে তখন বিসিবি তোমাদের পেমেন্ট দিয়ে দিবে। একদিন কোচের সঙ্গে দুর্ব্যহার করেছে, একদিন অনুশীলন বর্জন করেছে। লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে ২ ম্যাচের একটিতে শেষ বলে প্রতিপক্ষ দল ছক্কা মেরে করল টাই, সুপার লীগের ম্যাচে ৮৬ রানে ওদের ৬ উইকেট ফেলে দেয়ার পরও ম্যাচটি হেরে গেলাম। এই দু’টি ম্যাচে আমার দলের ক্রিকেটারদের ভূমিকা নিয়ে আমি সন্দিহান। আবাহনীর বিপক্ষে ম্যাচ খেলবে না, ওয়াকওভার দিয়ে আসবে, এমন হুমকিও ওরা দিয়েছিল। খেলায় মনোযোগ না দিয়ে মনোযোগ সব দিয়েছে তারা টাকার দিকে। তার বিরূপ প্রভাব পড়েছে পারফরমেন্সে। আমি নিশ্চিত, ওরা যদি ক্রিকেটে মনোযোগ দিত, তাহলে আমরা চ্যাম্পিয়ন হতে পারতাম। তখন টাকার অভাব হতো না। ক্রিকেটারদের কাছে যদি এভাবে জিম্মি হতে হয়, তাহলে ক্রিকেট ক্লাব চালাব কিভাবে? পেমেন্ট ইস্যুতে ক্লাবের ইমেজ নষ্ট করায় ডোনাররা প্রতিশ্রæত স্পন্সরমানি দেয়নি। এর দায়টা অবশ্যই ক্রিকেটারদের। যখন বিসিবি পর্যন্ত গেছে ওরা, তখন ওদের হাতে আর টাকা পয়সা দিব না, প্রয়োজনে ওদের টাকা বিসিবিকে দিয়ে দিব।’
ভিক্টোরিয়া ক্রিকেটারদের অভিযোগ শুনে তাদের আশ্বস্ত করেছেন বিসিবি সিইওÑ‘সবেমাত্রই আল্টিমেটাম শেষ হলো। ভিক্টোরিয়ার ক্রিকেটাররা আমাদের কাছে এসেছিল। আরও কিছু ক্রিকেটার অভিযোগ জানিয়েছেন। আমরাও অনেক ক্লাবের সঙ্গে যোগাযোগ করছি। সব তথ্য পাওয়ার পর আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিব।’
শেষ ম্যাচে ক্লাব কর্মকর্তারা আসেননি মাঠে, বিদেশী ক্রিকেটার চাতুরঙ্গাও নেই! তারপরও মোহামেডানকে হারিয়ে ৪র্থ হয়ে লীগ শেষ করেছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব! অথচ কি জানেন, এই ক্লাবটির ক্রিকেটাররা পেমেন্টের দাবিতে অনুশীলনেও নাকি মনোযোগ দিতে পারেনি! লীগের প্রথম পর্বে গাজী গ্রæপের বিপক্ষে অবতীর্ণ হওয়ার আগে বকেয়া আদায়ে বিসিবি সিইও’র সঙ্গে দেখা করতে চেয়েছেন ক্লাবটির ক্রিকেটাররা, সুপার লীগে আবাহনীর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে নাকি খেলা বর্জনের হুমকি পর্যন্ত দিয়েছিল ক্লাবটির সিনিয়র ক্রিকেটাররা। এমন একটি দলই কি না প্রথম পর্ব শেষে পয়েন্ট তালিকায় ছিল শীর্ষে! সদ্য সমাপ্ত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের শীর্ষ ৫ ব্যাটসম্যানের তিনজনই এই দলের (মজিদ ৭০৬ রান, আল আমিন জুনিয়র ৬৭২ রান, মুমিনুল ৬৭১ রান)। বোলিংয়েও সেরা ৫ জনের ২ জন (চাতুরঙ্গা ডি সিলভা ৩০ উইকেট, কামরুল ইসলাম রাব্বী ২৭ উইকেট) ভিক্টোরিয়ার।
ভিক্টোরিয়া ক্রিকেটাররা পেমেন্ট ইস্যুতে বিসিবিতে করেছে নালিশ। কিন্তু পেটে-ভাতে সিসিএসে খেলা ক্রিকেটাররা যে প্রতিবাদের ভাষা হারিয়েছে। কলাবাগান একাডেমীর ক্রিকেটারদের পেমেন্ট নিয়েও যে ক্রিকেটারদের অসন্তোষের খবর এসেছে সিসিডিএমএ! ক্লাবদের স্বার্থে ক্রিকেটারদের সম্মানীর লাগাম টেনে ধরতে প্লেয়ার্স বাই চয়েজ ফর্মুলার সুফল তাহলে পেলো কিভাবে বিসিবি? ভিক্টোরিয়া অধিনায়ক নাদিফ উন্মুক্ত পদ্ধতির দল-বদলে ফিরে যাওয়ার আহŸান তাই জানিয়েছেন বিসিবিকেÑ‘আগের প্রচলিত পদ্ধতিই অনেক অনেক ভালো ছিল। আগে লিগের আগেই আমরা বড় একটা অংশের টাকা অন্তত আমরা পেয়ে যেতাম। ৮০-৯০ ভাগ টাকাও অনেকে পেত। এখন তো অর্ধেকও পাচ্ছে না কেউ কেউ। সিস্টেম আছে, প্রয়োগ নেই। আমরা সবাই হতাশ।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন