বন্দরনগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় একটি মেরিন ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১১টায় ওয়েস্টার্ন মেরিন ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে আহতদের উদ্ধার করে।আহত ছয়জনকে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন, নুর আলম (৩৫), রাজীব দাশ (৩৫), নোমান (২৫), রাকিব (১৮), ওসমান গনি (৩৫) ও এনায়েত হোসেন (৩০)।
আহত সবাই অগ্নিদগ্ধ এবং হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন