শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এক ম্যাচেই ২২৫ কোটি টাকার ফিক্সিং!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৯, ৯:৪১ পিএম

এক ম্যাচেই ভারতে ২২৫ কোটি টাকার ফিক্সিং হয়েছে। ফিক্সিংয়ের কারণে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) দুর্নীতি দমন কমিশন (এসিইউ) গভীর উদ্বেগ প্রকাশ করে টুর্নামেন্ট বন্ধ করে দেয়ার পরামর্শ দিয়েছে।
বিসিসিআইয়ের কাছে জমা দেয়া একটি রিপোর্টে দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, চলতি বছরে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে টুটি পেট্রিওটস বনাম মাদুরাই প্যান্থারসের ম্যাচে ২২৫ কোটি ভারতীয় টাকার বাজি ধরা হয়। একটি লোকাল ক্রিকেট ম্যাচেই এই অস্বাভাবিক পরিমাণ বাজি তথা বেটিং দেখে চিন্তিত বিসিসিআই।
ভারতীয় জনপ্রিয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুসারে, গত সপ্তাহে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি তামিলনাড়ুর দুটি ফ্র্যাঞ্চাইজকে বরখাস্ত করার ঘোষণা দেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেছেন, ফিক্সিংরোধে আমাদের আরও কঠোর হতে হবে। অ্যান্টিকরাপশন ইউনিটকে আরও শক্তিশালী করতে হবে, ক্রিকেট দুর্নীতি বন্ধ করতে না পারলে দেশের জন্য ভয়ঙ্কর হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন