বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ ব্যাটালিয়নের জোয়ানরা শুক্রবার বেলা ১টার দিকে দূর্গাপুর উপজেলার জগৎকুড়া নামক স্থান থেকে বাংলাদেশে পাচারকালে ভারতীয় ১৬টি গরু ও ৫০ বোতল ফেন্সিডিল আটক করেছে।
বিজিবি ৩১ ব্যাটালিয়ন, নেত্রকোনার অধিনায়ক লেঃ কর্ণেল সাব্বির আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তি মারফত জানান, দূর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর বিওপি’র সুবেদার শাহ্ আলমের নেতৃত্বে বিজিবি একটি টহল দল শুক্রবার দুপুর ১টার দিকে ভারতীয় সীমান্ত ১১৪৮ নং মেইন পিলার হতে ৯শত গজ বাংলাদেশের অভ্যন্তরে জগৎকুড়া নামক এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১৬টি গরু ও ৫০ বোতল ফেন্সিডিল আটক করে।
তিনি আরো জানান, আটককৃত ১৬টি গরু ও ৫০ বোতলের অনুমানিক মূল্য প্রায় ১৪ লক্ষ ৬০ হাজার টাকা। আটককৃত গরুগুলোকে পরবর্তীতে নেত্রকোনা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর এবং মাদকদ্রব্য সম্পর্কে দূর্গাপুর থানায় জিডি করা হবে।
বিজিবি প্রায়শই সীমান্ত এলাকা থেকে ভারতীয় গরু আটক করতে পারলেও অদ্যাবদি কোন চোরাকারবারীকে আটক করতে না পারায় বিজিবির অভিযান সম্পর্কে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন