রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মালয়েশিয়ায় ‘আজিয়াটা গেম হিরো’ ফাইনালে বাংলাদেশের তিন দল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৯, ৫:৫৩ পিএম

মালয়েশিয়ার কুয়ালালামপুরে আগামী ২১ ও ২২ ডিসেম্বর ‘আজিয়াটা গেম হিরো’ গ্র্যান্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বাংলাদেশের তিন দল। আন্তর্জাতিক এই গেমিং প্রতিযোগিতায় জনপ্রিয় গেম ‘ফ্রি ফায়ার’ খেলবে প্রতিযোগীরা।

বাংলাদেশ পর্বে বিজয়ী শীর্ষ তিন দল- বাংলা ইউনিটি, টিম ইনক্রেডিবল এবং অন ফায়ার সায়ানাইড থেকে মোট ১২ জন এই আন্তর্জাতিক গেমিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। অন্যান্য প্রতিযোগী দেশগুলো হচ্ছে ক্যাম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। বাংলা ইউনিটি দলের প্রতিনিধিত্ব করবেন ইউনুস সাবেদ সাব্বির, গোলাম সারওয়ার, আমিনুল ইসলাম ও মাহফুজুর রহমান।

টিম ইনক্রেডিবল দলের প্রতিনিধিত্ব করবেন আশিকুল ইসলাম, মো: আলী হাসান, অর্ণব মন্ডল ও রায়ান আনসারী। অন ফায়ার সায়ানাইড দলের প্রতিনিধিত্ব করবেন মুহাম্মদ নাজমুস সাকিব, খাজা কুতুব উদ্দিন, মাহমুদুল হাসান সাইফ ও মো: রিফাত আহমেদ রনি।

এর আগে রবি আজিয়াটা লিমিটেডের দুই ব্র্যান্ড রবি ও এয়ারটেলের আয়োজনে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হয় আন্তর্জাতিক অনলাইন গেমিং প্রতিযোগিতা। বাংলাদেশ পর্বে অংশ নেয়ার জন্য মোট দুই লাখ গেমার নিবন্ধন করেছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন