বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

চ্যাম্পিয়ন বসুন্ধরার কষ্টার্জিত জয়

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমের শুরুতেই হোঁচট খেল সাইফ স্পোর্টিং ক্লাব। অন্যদিকে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের বিপক্ষে কষ্টার্জিত জয় পেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। গতকাল বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টিভিএস ফেডারেশন কাপে দিনের প্রথম ম্যাচে সাইফকে রুখে দিয়েছে জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। আগের দিন নবাগত পুলিশের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছিল ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। কিন্তু দ্বিতীয় দিন সেই পথে হাঁটেনি সাইফ ও বসুন্ধরা। বসুন্ধরা অপেক্ষাকৃত দূর্বল ব্রাদার্সের বিপক্ষে জয় পেলও রহমতগঞ্জের কাছে পয়েন্ট জমা রাখতে হয়েছে সাইফকে। সাইফের বিপক্ষে গোলশূণ্য ড্র করেছে পুরনো ঢাকার ক্লাবটি।

ঢাকার মাঠে জায়ান্ট কিলার খ্যাত পুরনো ঢাকার দল রহমতগঞ্জ। বড় দলগুলো অহরহই পয়েন্ট খোঁয়ায় তাদের কাছে। এমনকি জায়ান্টদের হারিয়ে চমকও দেয়া তারা। এবার নতুন মৌসুমে তারা সাইফ স্পোর্টিংকে রুখে দিয়ে চমকে দিল। ম্যাচ শেষে সাইফের মালদ্বীপের কোচ মোজাম্মদ নিজাম বলেন, ‘স্কোর বলছে আমরা ভালো খেলতে পারিনি। প্রথম ম্যাচে রেজাল্ট ভাল হয়নি। প্রতিপক্ষ যা খেলছে তাতে খুশি হওয়ার কথা তাদেরই। তবে তাদেরকে ছোট করে দেখার কিছু নেই। আমাদের ফিনিশিংয়ে দুর্বলতা ছিল। যদিও আমাদের আশা ফুরিয়ে যায়নি। এই আসরে অংশ নেয়ার আগে দলকে অনুশীলন করাতে মাত্র চারটি সেশন পেয়েছি আমি।’ রহমতগঞ্জের কোচ সৈয়দ গোলাম জিলানী বলেন, ‘আমরা ড্র করে খুশি। জিততে পারতাম। ভাগ্য সহায় না হওয়াতে গোল পাইনি। পরের ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালে যেতে পারবো।’

একই ভেন্যুতে সন্ধ্যায় অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে ফেডারেশন কাপের বর্তমান রানার্সআপ বসুন্ধরা কিংস ১-০ গোলের কাষ্টার্জিত জয় তুলে নেয় ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের বিপক্ষে। ম্যাচের ২৪ মিনিটে বসুন্ধরার একমাত্র গোলটি করেন লেবাবননের ফরোয়ার্ড মোহাম্মদ জালাল কদু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন