বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জিদানকে ফ্রান্সের ভবিষ্যৎ কোচ দেখতে চান দেশম

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৯, ৪:১৯ পিএম

ফ্রান্স ফুটবল ইতিহাসে প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক। বর্তমানে দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্বকাপজয়ী এই কোচ। তবে একটা সময় ফ্রান্সের দায়িত্ব ছেড়ে দেবেন তখন নতুন করে দলের দায়িত্ব কাঁধে নেবেন জাতীয় দলের সতীর্থ ও রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ জিনেদিন জিদান, অন্তত দেশমের এমনই বিশ্বাস।
দেশমের সঙ্গে যদিও দলের এখনো লম্বা সময় চুক্তির মেয়াদ রয়েছে তবুও আজ হোক আর কাল একদিন জিজুই হবে ভবিষ্যৎ ফ্রান্সের কোচ। জিজুকেই ভবিষ্যতে বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারই সাবেক সতীর্থ দেশম। ২০১২ থেকে ফ্রান্সের কোচ আছেন দেশম। ২০১৮ বিশ্বকাপ জেতার পর তার চুক্তির মেয়াদ আরও বেড়েছে। আপাতত ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত থাকছেন। ৫১ বছরের দেশম লা মন্ডে পত্রিকাকে বলেন, ‘পরের কোচ হতে পারেন জিদান। আজ না হয় কাল, তিনিই কোচ হবেন।’
দেশম আরও বলেন, ‘আপনি যখন কোচ হন তখন কোনো বয়সসীমা থাকে না। একমাত্র ফলাফলই আপনাকে শেষ করে দিতে পারে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন