শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

উর্মি হতাশ করলেন!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৯, ৭:৪৮ পিএম

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ জুনিয়র ইন্টারন্যাশনাল সিরিজে হতাশ করলেন স্বাগতিক দলের শাটলার উর্মি। নেপালে সদ্য সমাপ্ত সাউথ এশিয়ান (এসএ) গেমসের ১৩তম আসরে ব্যাডমিন্টনের নারী দ্বৈত ইভেন্টে ব্রোঞ্জপদক জিতলেও দেশে ব্যর্থ হয়েছেন তিনি। অথচ ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ জুনিয়র টুর্নামেন্ট শুরু হওয়ার আগে সবার চোখ ছিল তার দিকেই। কিন্তু টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে পড়লেন উর্মি। শুক্রবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শেষ আটের ম্যাচে ভারতের আধায়ারের বিপক্ষে কোন প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি লাল-সবুজের এই শাটলার। ম্যাচে আধায়ার ২১-২ ও ২১-৭ পয়েন্টে হারান উর্মিকে।

এদিন বাংলাদেশের অন্য শাটলাররাও হতাশ করেছেন। কোয়ার্টারের গন্ডি পেরোতে পারেননি কেউই। নারী দ্বৈতে মালয়েশিয়ার চং ই জ্যাক ও উংকিয়াও জুটি ২-০ সেটে নেপালের প্রিন্স ও রসিলা জুটিকে, মিশ্র দ্বৈতে মালয়েশিয়ার গো বুন ও চিং সু জুটি ২-০ সেটে বাংলাদেশের সিবগাত ও উর্মি জুটিকে, কেন ইয়ন ও ঝিং ই জুটি ২-১ সেটে থাইল্যান্ডের থিরাপানিতনুন ও সুদচয়েছম জুটিকে হারিয়ে সেমিফাইনালে উঠে। পুরুষ দ্বৈতে মালয়েশিয়ার জাস্টিন ও ফাজরিক জুটি ২-০ সেটে থাইল্যান্ডের পাওয়াত ও সুপ্রিছা জুটিকে, মহিলা এককে ভারতের ত্রিশা জলি ২-০ সেটে থাইল্যান্ডের বুনায়াপর্ণকে, থাইল্যান্ডের কৃত্তাপর্ণ ২-১ সেটে ভারতের লিখিতাকে, পুরুষ এককে ভারতের মেইরাবা ২-০সেটে থাইল্যান্ডের আরনিককে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন