বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

‘বাপ কা বেটা’, দ্রাবিড় পুত্রের কৃতিত্ব

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৯, ৩:১৪ পিএম

‘বাপ কা বেটা’ বোধ হয় একেই বলে। বাবা মানে রাহুল দ্রাবিড়। আর বেটা হল তাঁর ছেলে সমিত দ্রাবিড়। তিন নম্বরে ব্য়াট করতে নেমে দ্রাবিড় হয়ে গিয়েছিলেন বাইশ গজের ‘দ্য় ওয়াল’। যাঁকে টলানো যেত না। ধীরে ধীরে কিংবদন্তি হয়ে উঠেছিলেন ‘ মিস্টার ডিপেন্ডেবল’।
বাবার পদাঙ্ক অনুসরণ করেই এগিয়ে যাচ্ছে সমিত দ্রাবিড়। অনূর্ধ্ব-১৪ রাজ্য় পর্যায়ের ক্রিকেটে বছর চোদ্দর সমিতের ব্য়াট থেকে এল ঝকঝকে দ্বি-শতরানের ইনিংস।
চলতি সপ্তাহে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত অনূর্ধ্ব-১৪ ইন্টার জোনাল টুর্নামেন্টে দুর্দান্ত ইনিংস খেলল সে। ভাইস প্রেসিডেন্ট একাদশ বনাম ধারওয়ার জোনের ম্য়াচে সমিতের ব্য়াট থেকে আসে রানের বন্য়া।
২৫৬ বলের ইনিংসে সমিত ২২টি চারের সৌজন্য়ে ২০১ রান করেছে। এরপর দ্বিতীয় ইনিংসে ৯৪ রানে অপরাজিত থাকে সে। এমনকী বল হাতেও সফল সমিত। ২৬ রান খরচ করে তুলে নিয়েছে তিন উইকেট। যদিও ম্য়াচটি ড্র হয়ে যায়।
২০১৫ থেকেই সমিত খবরে আসছে নিয়মিত। গতবছর এরকম সময় সমিতের ব্য়াট জ্বলে উঠেছিল।কর্নাটক ক্রিকেট বোর্ড আয়োজিত অনূর্ধ্ব-১৪ বিটিআর কাপের ফাইনালে সেঞ্চুরি করেছিল সমিতের ব্য়াট থেকে এসেছিল ১৫০ রান। মালিয়া অদিতি ইন্টারন্যাশনাল স্কুলকে জিতিয়েছিল দ্রাবিড় পুত্র।
যদিও সে ম্য়াচে সমিতের চেয়েও বেশি রান করেছিন দেশের আরেক প্রাক্তন ক্রিকেটার সুনীল যোশীর ছেলে আরিয়ান যোশী। সে করেছিল ১৫৪। সমিত-আরিয়ানের ব্য়াটে ভর করে মালিয়া স্কুল ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৫০০ রান তুলেছিল। রান তাড়া করতে নেমে বিবেকানন্দ স্কুল ৮৮ রানে গুটিয়ে যায়। সমিতরা জিতেছিল ৪২১ রানে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন