শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

হলুদ বল নিক্ষেপে বার্সার জরিমানা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম


রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে দর্শক সারি থেকে মাঠে হলুদ রঙয়ের বল নিক্ষেপ করা হয়েছিল। এর শাস্তি হিসেবে কাতালান ক্লাবটিকে দেড় হাজার ইউরো জরিমানা করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। নিজেদের ওয়েবসাইটে পরশু জরিমানার পাশাপাশি বার্সেলোনাকে সতর্ক করে একটি বিবৃতি দেয় ফেডারেশন। সেখানে বলা হয়, এমন ঘটনার পুনরাবৃত্তি হলে স্টেডিয়াম বন্ধের নিষেধাজ্ঞাও পেতে পারে কাতালান ক্লাবটি। গত বুধবার ক্লাসিকো ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ম্যাচের ৫৫তম মিনিটে ঘটে অনাকাঙ্খিত সেই ঘটনা। কাতালোনিয়ার স্বাধীনতাকামী শীর্ষ নয় জন রাজনৈতিক নেতার বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের প্রতিবাদে মাঠে হলুদ রংয়ের বল ছুড়ে দেওয়া হয়। এসময় ৯০ সেকেন্ডের মতো খেলা বন্ধ ছিল। শুরুতে ম্যাচটি হওয়ার কথা ছিল গত ২৬ অক্টোবর। নিরাপত্তার প্রশ্নে ক্লাসিকোর ভেন্যু ঠিক রেখে সূচিতে পরিবর্তন আনে কর্তৃপক্ষ।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন