শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

‘ভারতের চেয়ে পাকিস্তান নিরাপদ’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৯, ৮:১০ পিএম

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি ভারতের চেয়ে পাকিস্তানকে বলছেন নিরাপদ দেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সফল টেস্ট সিরিজ আয়োজনের মাধ্যমে বিশ্বের কাছে পাকিস্তান প্রমাণ করেছে, সেখানে এখন নিরাপদে আন্তর্জাতিক ক্রিকেট হতে পারে। কিন্তু তাতেই কাটেনি শঙ্কার মেঘ। কারন বাংলাদেশ টেস্ট খেলতে চাইছে না পাকিস্তানে।
১০ বছর পর টেস্ট ক্রিকেট ফিরেছে পাকিস্তানে। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার দলের বাসে সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল অনেকদিন। ধাপে ধাপে টি-টোয়েন্টি ও ওয়ানডে আয়োজনের পর ওই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়েই টেস্ট ক্রিকেট ফিরেছে পাকিস্তানে। সফল আয়োজন শেষে নিজ দেশের নিরাপদ অবস্থা বোঝাতে মানি দাবি করেছেন ভারতের এখনকার অবস্থা পাকিস্তানের চেয়েও ঝুঁকিপূর্ণ।
করাচিতে শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর মানি আজ (সোমবার) বলেছেন, ‘পাকিস্তানের চেয়ে অনেক বেশি নিরাপত্তা ঝুঁকি এখন ভারতে।’ ১০ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ ফিরিয়ে পিসিবি চেয়ারম্যানের গলায় ভীষণ জোরও, ‘আমরা প্রমাণ করেছি পাকিস্তান নিরাপদ জায়গা। যদি কেউ না আসতে চায়, তাহলে তাদের বোঝাতে হবে (পাকিস্তান) কেন অনিরাপদ।’
কোনও অঘটন ছাড়াই শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ আয়োজন করতে পারায় দারুণ তৃপ্ত মানি, ‘শ্রীলঙ্কার বিপক্ষে সফল সিরিজের পর পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কারও কোনও সংশয় থাকা উচিত নয়। এটা পাকিস্তানের মাটিতে টেস্ট ক্রিকেট পুনর্জাগরণের সন্ধিক্ষণ। বিশ্বের কাছে পাকিস্তানের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে মিডিয়া ও ভক্তরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’
এত কিছুর পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) কিন্তু ‘খুশি’ করতে পারেনি পিসিবি। জানুয়ারিতে ঘরের মাঠে বাংলাদেশের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলার পরিকল্পনা পাকিস্তানের। কিন্তু বিসিবি টি-টোয়েন্টিতে আগ্রহ দেখালেও টেস্ট খেলতে রাজি নয়।
যদিও বাংলাদেশকে ঘরের মাঠে আতিথ্য দেওয়ার ব্যাপারে আশাবাদী পিসিবি চেয়ারম্যান, ‘আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলছি। আসলে শুধু বাংলাদেশ নয়, সব দলেরই বোঝা উচিত যে পাকিস্তান তাদের সিরিজ কেবল নিজেদের মাটিতেই আয়োজন করবে।’ সঙ্গে যোগ করেছেন, ‘বাংলাদেশের পাকিস্তান সফরের ব্যাপারে আমি আশাবাদী। কেননা পাকিস্তানে না আসার কোনও কারণই নেই। যদি শ্রীলঙ্কা আসতে পারে পাকিস্তানে, তাহলে অন্য দলগুলো কেন নয়?’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন