মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

বারিধারা-আরামবাগ প্রিমিয়ারে, ওয়ারী রেলিগেশনে

প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : পেশাদার ফুটবল লিগের দ্বিতীয়স্তর খ্যাত মিনিস্টার ফ্রিজ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়ার সুবাদে যথাক্রমে উত্তর বারিধারা ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘ উঠে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগে। আর পয়েন্ট টেবিলে সবার শেষে থাকার কারণে রেলিগেশনে পড়লো ওয়ারী ক্লাব। গতকাল এই লিগের পয়েন্ট টেবিল অনুমোদন হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) পেশাদার লিগ কমিটির সভায় এই অনুমোদন করা হয়। টেবিল অনুযায়ী উত্তর বারিধারা ক্লাব সর্বোচ্চ ২৭ ও আরামবাগ ক্রীড়া সংঘ ২৩ পয়েন্ট পেয়ে যথাক্রমে লীগ চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছে। আগামী মৌসুমে এই দু’টি দল ফের বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলবে। ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আগামী মৌসুমে ১২টি দল অংশ নেবে। এবং বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে আগামী মৌসুমে খেলবে আটটি দল। লিগ কমিটির সভায় আরও সিদ্ধান্ত হয় যে, চলতি মৌসুমে চ্যাম্পিয়নশিপ লিগের টেবিলের সর্বনিন্ম পয়েন্ট পাওয়া ওয়ারী ক্লাবকে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে অবনমন দিয়ে সিনিয়র ডিভিশন লিগে নামিয়ে দেয়া হলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন