শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

বিজিএপিএমইএ’র দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশ গার্মেণ্টস এক্সেসরিজ এবং প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) এর উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ঢাকা ক্লাবে গত শনিবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান ও সহ-সভাপতিবৃন্দ উপস্থিত ছিলন। এছাড়াও কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট (পশ্চিম) এর কমিশনার, কাস্টমস্ বন্ড কমিশনারেটের উর্ধ্বতন কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বিজিএমইএ এর সভাপতি বলেন যে গার্মেণ্টস শিল্প ও এক্সেসরিজ শিল্প পরস্পরের পরিপূরক হিসাবে কাজ করে আসছে। পূর্বে এক্সেসরিজ বিদেশ থেকে আমদানি করতে হত বর্তমানে সম্পূর্ণ এক্সেসরিজই স্থানীয়ভাবে সংগ্রহ করা যাচ্ছে যা রপ্তানি বাণিজ্যকে ত্বরানি¦ত করছে। কমিশনার তার সংক্ষিপ্ত বক্তব্যে রপ্তানির স্বার্থে এক্সেসরিজ শিল্পকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বিজিএপিএমইএর সভাপতি আব্দুল কাদের খান ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন