স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : গতকাল রোববার আল-আরাফা ইসলামী ব্যাংক, ভেলানগর শাখা ‘আত্মা ও সম্পদের পবিত্রতায় রমজানের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন আল-আরাফা ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির পরিচালক ও সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মন্জুর এলাহী, এস আই বি এল’র ঢাকা সাউথ জুনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড মোঃ মজিবুর রহমান, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম। আল-আরাফা ইসলামী ব্যাংক ভেলানগর শাখার এফএভিপি ও শাখা ব্যবস্থাপক আলহাজ্ব নূর মোহাম্মদ বোরহান উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন জামেয়া কাসেমিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ হাফেজ মাওলানা মাহমুদুল হাসান আল মাদানী। উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব তাজুল ইসলাম।
এর আগে আগে ভেলানগর আলহাজ্ব সুলতান উদ্দিন নূরী মার্কেটে আল-আরাফা ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করেন প্রধান অতিথি আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন